কর্নার কিক থেকে সরাসরি গোল সালাহর

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৮, ১১:৫৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ১২:০৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

কর্নার কিক থেকে সরাসরি গোল করার ঘটনা সচরাচর দেখা যায় না। শুক্রবার দর্শকদের এমনই এক চমক উপহার দিলেন মিসরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। কিন্তু এই ম্যাচেই ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়তে হয় মোহাম্মদ সালাহকে। তবে তার এই চোট বেশি গুরুতর নেই বলে জানা গেছে।

শুক্রবার কায়রোতে আফ্রিকা কাপ অব নেশনস কোয়ালিফিকেশনের ম্যাচে সোয়াজিল্যান্ডের মুখোমুখি হয় মিসর। এই ম্যাচে মিসর জয় পায় ৪-১ গোলে। ম্যাচটিতে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে কর্নার কিক পায় পায় মিসর। কিকটি নেন সালাহ। এই কিক থেকে সরাসরি বল গিয়ে আশ্রয় নেয় জালে। গোলরক্ষক গোল বাঁচানোর জন্য লাফ দিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি।

ম্যাচের ৮৮তম মিনিটে ইনজুরিতে আক্রান্ত হন সালাহ। সাইডলাইনের বাইরে তাকে চিকিৎসা দেয়ার পর তিনি আবার মাঠে নামেন। কিন্তু খেলতে পারেননি। অতিরিক্ত সময়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তবে এতে মিসরের জয় পেতে কোনো সমস্যা হয়নি। কারণ বিরতির আগেই চারটি গোল করেছিল মিসর।

কর্নার কিক থেকে সালাহর সরাসরি গোলের ভিডিও:

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/এসইউএল)