ইবিতে প্রতি আসনে লড়বেন ২১ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ১৪:১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন গ্রহন শেষ হয়েছে। এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বেন ২১ ভর্তিচ্ছু শিক্ষার্থী। সবচেয়ে বেশী প্রতিযোগিতা করবে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ইউনিটে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগে ২ হাজার ২৭৫ আসনের বিপরীতে মোট ৪৮ হাজার ৭১৯ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে এক হাজার ৯৯৬জন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ইউনিটে একুশ হাজার ২০৮জন, ব্যবসায় প্রশাসন অনুষদ ভুক্ত ‘সি’ইউনিটে সাত হাজার ১৪৭ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ইউনিটে ১৮ হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

এ হিসেবে প্রতি আসনের পেছনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ২১ শিক্ষার্থী। এবছর সবচেয়ে বেশী শিক্ষার্থী প্রতিদ্বিন্দ্বিতা করবে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে প্রতি আসনে লড়বেন ৩৩ শিক্ষার্থী।

এছাড়াও মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের প্রতি আসনের লড়বেন ২০শিক্ষার্থী।

গত ১৫ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি আবেদন নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বছর প্রথম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বহু নির্বাচনী পরীক্ষা পদ্ধতির সাথে লিখিত পরীক্ষা নেবে কর্তৃপক্ষ।

সর্বমোট ১২০ নম্বরের পরীক্ষা নেয়া হবে। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর থাকবে ৪০ নম্বর। ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ২০ নম্বরের লিখিত (এক কথায় উত্তর) পরীক্ষা নেয়া হবে।

ভর্তি পরীক্ষা আগামী ৪ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে জানা যাবে।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

এই বিভাগের সব খবর

শিরোনাম :