আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ও ট্রাক চাপায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ১৫:০৯

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিশিয়ান ও ট্রাক চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর আরইবি রোড সংলগ্ন এলাকায় কামাল হোসেনের নির্মাণাধীন চতুর্থ তলা ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুৎস্পৃষ্টে জাহিদ হোসেন (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ান মারা যায়।

তিনি বাগেরহাট জেলাধীন সদর থানার খানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়া আলম হোসেনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন্ তিনি।

বিদ্যুৎস্পৃষ্টে নিহতের সহযোগী সুজন মিয়া জানায়, সকালে নির্মাণাধীণ ভবনের দ্বিতীয় তলায় ইলেকট্রিক কাজ করছিলেন তিনি ও ইলেকট্রিশিয়ান জাহিদ। এসময় তাদের কাজে ব্যবহৃত তারে পূর্বের লিকেজ জাহিদ টেপ দিয়ে বন্ধ করার চেষ্টা করছিলেন। দুর্ঘটনাবশত তারে থাকা অন্য লিকেজ মেঝেতে জমে থাকা পানির সংস্পর্শে এলে জাহিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এসময় তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। পরে দৌড়ে নিচে গিয়ে মেইন সুইচ বন্ধ করে জাহিদের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি।

পরে স্থানীয়দের সহযোগিতায় জাহিদকে প্রথমে নিকটস্থ হাসপাতালে ও পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অভিযোগ না পাওয়ায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে টঙ্গী-আশুলিয়া ইপিজেড সড়কের জামগড়া এলাকায় ট্রাক চাপায় তাজুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক মারা গেছ্নে।

নিহত তাজুল ইসলাম নীলফামারী জেলার জলডাঙ্গা থানার সোলবাড়ি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি জামগড়া এলাকায় থেকে স্থানীয় দেবোনিয়ার পোশাক কারখানায় কাজ করতেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি রিজাউল হক জানান, টঙ্গী-আশুলিয়া ইপিজেড সড়কের জামগড়া এলাকায় সড়কের পাশে রিকশার জন্য দাড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাকের চাপায় তাজুল ইসলাম নামে এক পোশাক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :