একচার্জে চলবে ১২০ কিলোমিটার

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ১৮:৫২

একবার চার্জ দিলে চলবে টানা ১২০ কিলোমিটার। খরচও হবে অল্প। ৮ থেকে ১০ টাকায় চলবে সারাদিন। এমনই একটি ই-বাইক আনলো গুরুগ্রামের কোম্পানি ওকিনাওয়া অটোরিজ। বাইকটির মডেল ওকিনাওয়া রিজ প্লাস।

এই ই-বাইক লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এতে আছে ৮০০ ওয়াটের বিএলডিসি ওয়াটার প্রুফ মোটর।

দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটার। এর সর্বোচ্চ গতি ৫৫ কিলোমিটার।

বাইকটিতে ই-এবিএস রয়েছে। আরো আছে অ্যান্টি থিফ অ্যালার্ম, কি-লেস এন্ট্রি, সেন্ট্রাল লকিং এর মতো গুরুত্বপূর্ণ একাধিক ফিচার। বিশেষ ফিচার হিসেবে রয়েছে অ্যান্টি লস্ট স্কুটার ফাইন্ডার।

ভারতে বাইকটি বিক্রি হচ্ছে ৬৪ হাজার ৯৯৮ রুপি।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :