ভাড়াটে খেলোয়াড়দের নিয়ে এসেছেন খালেদা: নাসিম

খুলনা ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ১৯:২৯

বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়া ভাড়াটে খেলোয়াড়দের নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বলেছেন, ‘কিন্তু এসব ভাড়াটে খেলোয়াড়দের কোনও গ্রহণযোগ্যতা নেই।’

শনিবার সন্ধ্যায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে ১৪ দলের মহাসমাবেশে বক্তৃতাকালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। ১৪দল খুলনা মহানগর ও জেলা শাখা মহাসমাবেশটির আয়োজন করে।

জাতীয় ঐক্যের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীরা যতই ষড়যন্ত্র করুক আগামী নির্বাচন ঠেকাতে পারবে না। জনগণ এখন আর তাদের কথা বিশ্বাস করবে না।’

‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুসারে। আমেরিকা, বৃটেনসহ অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে নির্বাচন হবে।’

তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে নাসিম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার কবরস্থানে চলে গেছে। আর ফিরে আসবে না।’

বিএনপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নাসিম বলেন, ‘বুকের পাটা থাকলে নির্বাচনে আসেন। তবে ফাউল করবেন না। জনগণ লালকার্ড দেখিয়ে দেবে। নির্বাচনে না আসলে আগামীতে বাটি চালান দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না।’

খালেদা জিয়ার কারাগারে যাওয়া প্রসঙ্গে ১৪দলের কেন্দ্রীয় সমন্বয়ক নাসিম বলেন, ‘এই জন্য আমরা দায়ী না।’

তিনি আওয়ামী লীগসহ ১৪দলের নেতা-কর্মীদের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করতে হলে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে। আর শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার জন্য সকলকে কাজ করতে হবে।’

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাসদের রবিউল আলম, আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান, গণতন্ত্রী পার্টির শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগের এস এম কামাল হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সভাপতি নিম চন্দ্র ভৌমিক, ন্যাপের ইসমাইল হোসেন, জেপির শেখ শহীদুল ইসলাম প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :