বিচারকের স্ত্রী-সন্তানকে গুলি নিরাপত্তারক্ষীর (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ২০:৪৩

ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগাঁওয়ে এক বিচারকের ব্যক্তিগত দেহরক্ষী তার স্ত্রী ও ১৮ বছর বয়সী ছেলেকে গুলি করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়, শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে সেক্টর ৪৯ এলাকার আর্কেডিয়া মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন অতিরিক্ত দায়রা জজ কৃষাণ কান্ত শর্মার স্ত্রী ও ছেলে। সেখানেই এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুজনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছেলের অবস্থা আশঙ্কাজনক। তবে তার স্ত্রী বিপদমুক্ত।

নিরাপত্তারক্ষী প্রথমে বিচারকের ৩৮ বছর বয়সী স্ত্রী ঋতুকে গুলি করেন, তারপর ছেলে ধ্রুবকে গুলি করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হন। পরে তাদের রাস্তায় ফেলে গাড়িতে করে পালিয়ে যায় ওই নিরাপত্তারক্ষী। একজন প্রত্যক্ষদর্শী তার মোবাইল ফোনে এই ঘটনার দৃশ্য ধারণ করেছেন।

পালিয়ে যাওয়ার সময় বিচারককে ফোন করে তার স্ত্রী ও সন্তানকে গুলি করার খবর জানায় ওই নিরাপত্তারক্ষী।

নিরাপত্তারক্ষী মহিপাল সিং গত দুই বছর ধরে বিচারকের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। গুলি করার পর মহিপাল নিকটবর্তী থানায় যায় এবং সেখানে গিয়ে আরও গুলি করে পালিয়ে যায়। পুলিশ স্টেশনের হাউস কর্মকর্তাকে তাকে ধরার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। পরে ফরিদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মহিপাল বিষণ্ণতায় ভুগছিলেন। বিচারপতির পরিবারের সদস্যদের খারাপ আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :