ড. কামালের সঙ্গে ঐক্যে বিরোধী অলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ২০:৫৪

ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ কয়েকটি দলের মধ্যে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামে নতুন যে ঐক্যের ঘোষণা এসেছে এর সমালোচনা করেছেন ২০ দলের অন্যতম শরিক এলডিপির সভাপতি অলি আহমেদ। তিনি এটাকে ভাগ-বাটোয়ারার রাজনীতি হিসেবে দেখছেন।

শনিবার বিকালে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ অন্যান্য বিরোধীদল নিয়ে শনিবার সন্ধ্যায় ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ নামে ঐক্যের নতুন প্লাটফর্ম যাত্রা করেছে। তবে শুরুতেই হোঁচট খেয়েছে এই জোট। বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা এই জোটে থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত থাকেনি।

নতুন এই জোট নিয়ে খোদ বিএনপি নেতাদের মধ্যে রয়েছে বিরূপ প্রতিক্রিয়া। এছাড়া এই জোট শুধু বিএনপির সঙ্গে হওয়ায় শুরু থেকেই ২০ দলের শরিক দলগুলো এর সমালোচনা করে আসছে। বিশেষ করে অলি আহমেদ বিভিন্ন সময় এই জোটের কড়া সমালোচনা করেছেন।

আজকের অনুষ্ঠানেও অলি আহমেদ কড়া সমালোচনা করেন। বলেন, ‘অনেকে নানারকম বক্তব্য রাখছেন, যার কোনো ভিত্তি নেই, ভারসাম্য নেই। যাদের কাছে দুজন প্রার্থী নেই তারাও ১৫০টি আসন চায়। এভাবে রাজনীতি হয় না। এগুলো ভাগবাটোয়ারার রাজনীতি। ভাগবাটোয়ারার রাজনীতি দিয়ে হবে না।’

অলি বলেন, ‘মন্ত্রী থাকা অবস্থায় দেখেছি, যারা বিএনপির সমর্থক, তারা বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আগামী দিনেও যে এটা হবে না তা বলা যায় না। বিএনপির সঙ্গে ঐক্যজোটে আছি।’

‘প্রথম থেকেই বলে আসছিলাম যে, সময় খুবই কম, কাজটি খুবই কঠিন। কম সময়ে ভাগবাটোয়ারার কঠিন কাজটা কীভাবে হবে। বাংলাদেশের মানুষের রাজনৈতিক যে চরিত্র, সেটা দেখে সন্দেহ হয়েছিল, তাই জাতির সামনে পরিষ্কারভাবে উল্লেখ করেছি। সেদিন অনেকেই মনঃক্ষুণ্ন হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন।’

এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘ঐক্য প্রক্রিয়ার নামে বিভিন্ন রকমের নাটক চলছে। বিএনপির মতো বড় রাজনৈতিক দল আজকে ঐক্যের নামে যেভাবে ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলের কাছে নিজের আত্মসম্মান বিক্রি করে দৌড়ঝাঁপ করছে, বিষয়টিকে সহজভাবে নিতে পারছি না। আমরা অত্যন্ত ব্যথিত।’

'বিএনপির সিনিয়র নেতারা যেভাবে অন্যদের কথা শুনছেন, হুমকি ধামকি শুনছেন, আসন বণ্টনের ব্যাপারে বিভিন্ন দলগুলো দাবি জানাচ্ছে, এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের প্রক্রিয়া অব্যাহত থাকলে বাংলাদেশে গণতন্ত্রের জন্য অশনিসংকেত।’

বিএনপিকে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘এখনও সময় আছে সঠিক ও যোগ্য নেতৃত্বকে চিহ্নিত করতে পারলে, অভিজ্ঞ নেতা খুঁজে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলে জাতীয়তাবাদী শক্তি ঘুরে দাঁড়াতে পারবে। অন্যথায় জাতীয়তাবাদী শক্তি বিলীন হয়ে যাবে, জিম্মি হয়ে যাবে, জাতীয় ঐক্য বিলুপ্ত হয়ে যাবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল গণি প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :