‘আন্তর্জাতিক সংস্থাগুলো আজ বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে’

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০১৮, ২১:১৫

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের অগ্রগতি এখন আর শুধু আমাদের মুখের বা শুধু বাংলাদেশের স্বীকৃতি নয়, সমগ্র বিশ্ব আর আন্তর্জাতিক সংস্থাগুলো স্বীকৃতি দিয়েছে। আজকের পত্রিকাগুলোতে আছে মানবসম্পদ উন্নয়নে ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এগিয়ে আছে পাকিস্তান থেকেও। বিশ্বব্যাংকের হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স সূচকে এ তথ্য উঠে এসেছে।

শনিবার বিকালে কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জয়ী হবার মধ্য দিয়ে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির সামগ্রিক উন্নয়নের স্বীকৃতি মিলেছে। ৯৭ ভোট পেলেই এই সংস্থার সদস্য হওয়া যায়, সেখানে বাংলাদেশ পেয়েছে ১৭৮ ভোট।

মন্ত্রী জানান, শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সদস্যরা এই নির্বাচনে অংশ নেয়। গোপনে ব্যালটের এ নির্বাচনে বিজয়ীরা তিন বছরের জন্য দায়িত্ব পাবেন আসছে ১ জানুয়ারি থেকে। সারাবিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই সংস্থা কাজ করে। এমনকি আকাশপথের নিরাপত্তা সূচকে ভালো করায় ‘আইকাও কাউন্সিল প্রেসিডেন্ট সার্টিফিকেট’ অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই পুরস্কার বা সনদ অর্জন মূলত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইকাও) সদস্য দেশগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নতির স্বীকৃতি। এই সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

পরিকল্পনা মন্ত্রী বলেন, এগুলো সবই আমাদের উন্নয়নের অগ্রযাত্রার স্বীকৃতি। সবই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফসল ছাড়া আর কিছু নয়। তাই আমাদেরকে এ উন্নয়ন অব্যাহত রাখতে হবে- শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে, জনগণকে পৌঁছে দিতে হবে উন্নত দেশের মঞ্চে।

ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আবু তাহের বিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল হোসেন, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাসির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী হোসেন চৌধুরী, ইউপি আওয়ামী লীগ সাবেক সভাপতি আবুল হাশেম, আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :