ফরিদপুরে ইলিশ নিধন: ১৬ জনের কারাদণ্ড

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৮, ২২:৫৭

বিশেষ (এই সময়) প্রতিনিধি, ঢাকাটাইমস

ইলিশবিরোধী অভিযানে ফরিদপুরের সদরপুর উপজেলায় ১৬ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ।

সাজাপ্রাপ্তদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্র জানায়, ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে শনিবার  দুপুর ২টা পর্যন্ত অভিযান চলে। অভিযানে কারেন্টজালসহ ইলিশ মাছ ধরা অবস্থায় ১৯ জনকে আটক করা হয়।

এ সময় ২০ হাজার মিটার ইলিশ ধরা কারেন্ট জাল এবং ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত আটক ১৯ জনের মধ্যে ৩ জনকে ১ মাস, ৪ জনকে ২৮ দিন, ৯ জনকে ২১ দিন, ১ জনকে ১৮ দিন, ১ জনকে ১৪ দিন, ১ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আর মুচলেকা নিয়ে তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। পরে উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিমখানার মধ্যে বিতরণ করা হয় এবং জব্দ করা জাল পদ্মাপাড়ে পুড়িয়ে ফেলা হয়।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/প্রতিনিধি/ইএস)