জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আশাবাদী সাকিব

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৮, ১৪:৫০

আগামী ২১ অক্টোবর ওয়ানডে ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে এবং দুই টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। আর আসন্ন দুই সিরিজ নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

বাঁহাতের কনিষ্ঠায় সংক্রমের কারণে আপাতত মাঠের বাহিরে সাকিব আল হাসান। সাকিব ছাড়াও চোটের কারণে মাঠের বাহিরে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। কিন্তু সাকিব-তামিম ছাড়া বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলতে পারলে আসন্ন সিরিজেও ভালো করবেন বলে আশাবাদী সাকিব।

গত নয়দিন ধরে অস্ট্রেলিয়ায় চিকিৎসা শেষে আজ বেলা সাড়ে ১১ টায় দেশে ফেরেন তিনি। দেশে পা রেখে আসন্ন সিরিজ নিয়ে সাংবাদিকদের সাকিব বলেন,‘আমি এবং তামিম ছাড়া যদি বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলতে পারে তাহলে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না জেতার কোনো কারণ দেখছি না।’

তাছাড়া নিজেদের এই না থাকাকে উঠতি তরুণদের জন্য বিশেষ সুযোগ বলে মানছেন বিশ্বের এই অন্যতম অলরাউন্ডার। তিনি বলেন,‘আসলে ইনজুরিটা শুধু ক্রিকেট না খেলারই পার্ট। যেকোনো খেলোয়াড় যেকোনো সময় খেলতে পারবে। আর এটা নতুনদের জন্য বড় সুযোগ। আশা করি তারা কাজে লাগাতে পারবে। আসলে সত্যি কথা বলতে কারো জন্য কিছু অপেক্ষা করে না।’

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :