স্ট্রোক খেলতে পছন্দ করেন আত্মবিশ্বাসী মিথুন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৮, ১৭:১৯

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে দারুণ খেলেছিলেন মোহাম্মদ মিথুন। দুই ম্যাচে মুশফিকুর রহিমের সঙ্গে বড় রানের পার্টনারশিপ গড়েন তিনি। এশিয়া কাপে ভালো করার সুবাদে জিম্বাবুয়ে সিরিজেও ডাক পেয়েছেন এই ব্যাটসম্যান। এর আগে বেশ কয়েকবার দলে ডাক পেয়েছেন মোহাম্মদ মিথুন। কিন্তু দলে জায়গা ধরে রাখতে পারেননি। কিন্তু এবার দলে টিকে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

রবিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ মিথুন। এশিয়া কাপের আগের মিথুন ও পরের মিথুনের মধ্যে কোনো পার্থক্য আছে কি না এ ব্যাপারে মোহাম্মদ মিথুন বলেন, ‘পরিবর্তন আসলে ওইরকম কিছু না। আগের মতোই আছি। শুধু আত্মবিশ্বাসটা বেড়েছে। আগে একটা জড়তা কাজ করত। না পারলে আবার বাইরে, এই চিন্তা কাজ করত। এখন সেটা আপাতত নেই। এখন আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য এসেছে। এখন আত্মবিশ্বাস আছে এই পর্যায়ে ভালো করতে পারব।’

মোহাম্মদ মিথুনের হাতে ভালো শট আছে। ভালো চার-ছক্কা মারতে পারেন তিনি। এ ব্যাপারে মোহাম্মদ মিথুন বলেন, ‘আমি সাধারণত স্ট্রোক প্লেয়ার। আমি স্ট্রোক খেলতেই পছন্দ করি। আর যখন একটা বড় ইনিংস খেলবেন তখন কিছু বড় শট দেখবেন এটাই স্বাভাবিক। আমি নরমালি পেস বোলিং এর বিপক্ষে সাইড স্ট্রোক খেলতে পছন্দ করি। স্পিনারদের বিপক্ষে ফিট ইউজ করে থাকি।’

দলে আসা যাওয়ার মধ্যে থাকা কতটা কঠিন এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ মিথুন বলেন, ‘আসলে আমার কাছে খুব বেশ কঠিন মনে হয়নি। এটা আমার পেশা। ঘুম থেকে উঠে না আসলে আমার ভালো লাগে না। মাঠে এসে যদি কিছু করে যাই তাহলে দিন শেষে এটাই আমার সন্তুষ্টি। আমি যেখান থেকে অর্থ উপার্জন করি, যা দিয়ে আমার পরিবার চলে, সেটার পেছনেই আমার সময় দিতে হবে। আমি অন্য কিছু করি না। মোটিভেশনটা সেখান থেকেই আসে। আর খেলা তো ছাড়ছি না। যেহেতু খেলছি সেহেতু এখানে ভালো করার চেষ্টা করতে হবে।’

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

এই বিভাগের সব খবর

শিরোনাম :