ব্যক্তিগত কোনো লক্ষ্য নিয়ে খেলেন না মিথুন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৮, ১৮:০১

এশিয়া কাপে ভালো করায় আলোচনা এসেছেন মোহাম্মদ মিথুন। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও দলে আছেন তিনি। এই সিরিজ সামনে রেখে এখন নিজেকে প্রস্তুত করছেন এই ব্যাটসম্যান। এই সিরিজে ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই মোহাম্মদ মিথুনের। দলের প্রয়োজন অনুযায়ী যখন যেভাবে প্রয়োজন সেভাবেই খেলতে চান এই টাইগার ব্যাটসম্যান।

রবিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ মিথুন। এসময় তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কোনো লক্ষ্য নিয়ে খেলি না। আর করলেও কখনো সফল হতে পারি না। সেজন্য ব্যক্তিগত লক্ষ্যের দিকে না তাকিয়ে দলের যখন যা দরকার সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হবে।’

আগামী বছর ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপ নিয়ে কোনো স্বপ্ন আছে কি না এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ মিথুন বলেন, ‘আমি আসলে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি। একটা সিরিজ শেষ হয়েছে। আমি আপাতত জিম্বাবুয়ে সিরিজ নিয়ে চিন্তা করছি। বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি। এর মধ্যে সুস্থ থাকতে হবে, পারফর্ম করতে হবে। অনেক কিছুর ব্যাপার আছে। আমি যদি ম্যাচ বাই ম্যাচ, সিরিজ বাই সিরিজ ভালো করতে থাকি তাহলে আমি বিশ্বকাপে সুযোগ পাব। আর বিশ্বকাপের স্বপ্ন তো সবার থাকে। আমারও স্বপ্ন আছে বিশ্বকাপে খেলার। তবে তার আগে অনেক ধাপ রয়েছে। আমাকে সেগুলো পার করতে হবে।’

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :