হামাসের বিরুদ্ধে ‘শক্তিশালী হামলার’ হুমকি নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ অক্টোবর ২০১৮, ২০:৪৯ | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৮, ২০:০০

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর ‘শক্তিশালী আঘাত’ হানার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর বার্তা সংস্থা এএফপির।

গাজা উপত্যকার সীমান্তে চলমান সহিংসতাকে কেন্দ্র করে রবিবার এই মন্তব্য করেন নেতানিয়াহু।

সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘হামাস আমাদের বার্তা স্পষ্টভাবে বুঝতে পারছে না। তারা যদি এই সহিংসতা বন্ধ না করে, তাহলে আমরা অন্য পথে তাদের থামাব। তাদের ওপর অনেক শক্তশালী হামলা চালানো হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা খুব শিগগির অন্য পদক্ষেপ নিতে যাচ্ছি- যার মধ্যে বড় ধরনের হামলার বিষয়টি রয়েছে। হামাস যদি বুদ্ধিমান হয় তাহলে এই মুহূর্তে তারা অস্ত্রবিরতি পালন করবে এবং সহিংসতা বন্ধ করবে।’

গত শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে সাতজন ফিলিস্তিনি নাগরিক নিহত হন। এই ঘটনার পর ইসরায়েল ফিলিস্তিনে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়।

জাতিসংঘের মধ্যস্থতায় হামাসের দীর্ঘদিনের সমর্থক কাতার ঘোষণা দিয়েছে, গাজা উপত্যকায় বিদ্যুৎ কেন্দ্র বসানোর জন্য ছয় কোটি ডলার মূল্যের জ্বালানি সরবরাহ করবে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :