‘নৌকায় ভোট দিলে কোনো রাস্তা কাঁচা থাকবে না’

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৮, ২০:৪৭

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিলে গ্রামের কোনো রাস্তা আর কাঁচা থাকবে না।

রবিবার সদর উপজেলার ভাদসা ইউনিয়নের তিনটি কাঁচা রাস্তা পাকাকরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে যেসব রাস্তা পাকা করা হয়নি আওয়ামী লীগের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেসব রাস্তা পাকা করা হচ্ছে। আরেকবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের সব রাস্তা পাকা হবে। সেইসঙ্গে রাস্তায় আলোর ব্যবস্থা থাকবে।

টুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সেহাদুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা নারায়ণ চন্দ্র, আবু বকর সিদ্দিক প্রমুখ।

এ সময় ৮৬ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার দীর্ঘ থিওট-ন্যাঙ্গাপীর, ৮৭ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার দীর্ঘ ভাদসা-হরিপুর ও ২৮ লাখ টাকা ব্যয়ে ৫০০ মিটার দীর্ঘ গোপালপুর-বাঁশকাটা রাস্তার পাকাকরণের কাজ উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে আগামী এক মাসের মধ্যেই এসব রাস্তার কাজ শেষ হবে বলে জানানো হয়।

ঢাকাটাইমস/১৪অক্টোবর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :