ব্যালন ডি’অর জিতলে সেটা হবে স্বপ্ন: গ্রিজম্যান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১১:৫২ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৮, ০৯:৩৯

এই বছরটি এবার দারুণ কাটছে ফরাসি ফরোয়ার্ড অ্যাঁতোয়া গ্রিজম্যানের। গত জুন-জুলাইয়ে রাশিয়াতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে শিরোপা জয় করে ফ্রান্স। বিশ্বকাপে শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন গ্রিজম্যান। বিশ্বকাপে তিনি করেছিলেন মোট চারটি গোল। ফাইনাল ম্যাচেও একটি গোল করেছিলেন তিনি।

ভালো খেলায় এবারের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন গ্রিজম্যান। বিশ্বকাপ জয়ের বছরে গ্রিজম্যানের সম্ভাবনা আছে প্রথমবারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার। অ্যাঁতোয়া গ্রিজম্যান যদি এই পুরস্কার জয় করেন তাহলে ২০ বছর পর ফ্রান্সের কোনো খেলোয়াড় এই পুরস্কার জিতবে। এর আগে ১৯৯৮ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন জিনেদিন জিদান।

ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে ব্যালন ডি’অর জেতার স্বপ্ন ও নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলেছেন অ্যাঁতোয়া গ্রিজম্যান। ঢাকাটাইমসের পাঠকদের জন্য সেই সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হলো।

বছরটি চমৎকার কেটেছে। অ্যাঁতোয়া গ্রিজম্যানের। ফ্রান্স ও নিজ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে তিনি অনেক কিছু জিতেছেন। এই বছরের অর্জন নিয়ে খুব খুশি ফরাসি এই ফুটবলার। এ বিষয়ে অ্যাঁতোয়া গ্রিজম্যান বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুশি ও গর্বিত। আমি আমার সতীর্থ, কোচ, ক্লাব ও জাতীয় দল নিয়ে গর্বিত। আমি এই বছরটি অনেক উপভোগ করেছি। দিন শেষে আমরা শিরোপা জিতেছি। আর এটাই আমি চেয়েছি।’

এই বছর তো অনেক কিছু অর্জন করলেন। আপনার পরবর্তী ধাপ কি ব্যালন ডি’অর জয়? এ ব্যাপারে গ্রিজম্যান বলেন, ‘দেখা যাক কী হয়! আমি এই ট্রফির জন্য মনোনীত হয়েছি। এর জন্য সবাই আমার প্রশংসা করে। সমষ্টিগত প্রচেষ্টা ছাড়া আপনি কিছু আশা করতে পারেন না। আমি যদি এই বছর ব্যালন ডি’অর জিততে পারি তাহলে সেটা হবে স্বপ্ন।’

গ্রিজম্যান কি এখন তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন? এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, আমার সেরা সময় এখনো আসেনি। আমি ফুটবল উপভোগ করছি ও শিরোপা জিতছি। ফ্রান্স জাতীয় দল ও ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ উভয় দল নিয়েই খুশি। দলে আমার অসাধারণ সতীর্থরা রয়েছে, কোচ রয়েছে। আমার এখনো উন্নতি করার সুযোগ রয়েছে।’

ফ্রান্সের সর্বশেষ খেলোয়াড় হিসাবে ব্যালন ডি’অর জিতেছিলেন জিনেদিন জিদান। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের বছরে জিদান এই পুরস্কার পেয়েছিলেন। এবারও বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। তাহলে গ্রিজম্যানই কি এবার পাবেন ব্যালন ডি’অর?

এ ব্যাপারে গ্রিজম্যান বলেন, ‘যদি এবার ব্যালন ডি’অর কোনো ফরাসি খেলোয়াড়ের হাতে ওঠে তাহলে সেটা ভালো হবে। যদি আমি পাই তাহলে আরো ভালো। যদি কোনো ফরাসি ফুটবলার এই পুরস্কার পায় তাহলে আমি গর্বিত হব। কারণ এবারের বিশ্বকাপ আমাদের জন্য ছিল দারুণ।’

অ্যাতলেটিকো মাদ্রিদ ক্লাবে থাকাকালে যদি গ্রিজম্যান এই পুরস্কার পান তাহলে তিনি খুশি হবে। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আমি জানি না পুরস্কার জিতব কি না? কিন্তু অ্যাতলেটিকোর হয়ে যদি জিততে পারি তাহলে আমি ক্লাবের রেকর্ড বুকে নাম লেখাব। এটাই আমি চাই। ইতিহাসের সাক্ষী হতে চাই।’

সবকিছু জয় করার পর কি অ্যান্তানি গ্রিজম্যান বলতে পারেন যে তার এখনো উন্নতি করার অনেক কিছু আছে? বিষয়টি নিয়ে গ্রিজম্যান বলেছেন, ‘সবসময় আমি কিছু না কিছুতে একটু সমস্যা থাকে। প্রতি বছরই উন্নতি করার অনেক কিছুই আছে। আমি আরো গোল করতে চাই, অ্যাসিস্ট করতে চাই। সবকিছুতে উন্নতি করতে চাই। যেভাবে খেলছি তা উপভোগ করতে চাই।’

নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে গ্রিজম্যান বলেন, ‘প্রতি মিনিটে উন্নতি করা, গোল করা, অ্যাসিস্ট করা। ফুটবলার হিসাবে উন্নতি করা। ভালো বাবা, স্বামী ও ভাই হওয়া।’

এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কি ফাইনাল খেলতে পারবে অ্যাঁতোয়া গ্রিজম্যানের দল অ্যাতলেটিকো মাদ্রিদ? বিষয়টি নিয়ে গ্রিজম্যান বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে পারাটা স্বপ্ন। সবারই এই স্বপ্ন থাকে। কিন্তু এটা খুবই কঠিন। টুর্নামেন্টে অনেক বড় দল আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলাটা অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে।’

নিজের অর্জিত সব ট্রফি সাজিয়ে রাখার জন্য বাড়িতে একটি জাদুঘর বানাতে চান গ্রিজম্যান। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার অর্জন করা সব ট্রফি সাজিয়ে রাখার জন্য একটি জাদুঘর প্রয়োজন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের বাড়ি পরিবর্তন করব। জার্সি ও ট্রফি রাখার জন্য আমি আলাদা একটি রুম বানাব।’

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :