কমিশনার মাহবুবের নোট অব ডিসেন্ট যথার্থ: রিজভী

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ১২:৫১ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০১:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

একতরফা নির্বাচনের অনুষঙ্গ হতে চান না বলেই নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নোট অব ডিসেন্ট যথার্থ বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ তার (কমিশনার মাহবুব) সঙ্গে আছে।

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শুরুর সাত মিনিটের মাথায় নোট অব ডিসেন্ট দিয়ে বৈঠক থেকে বের হয়ে যান কমিশনার মাহবুব তালুকদার।

এ বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন, নির্বাচন কমিশন সরকারের কথা ছাড়া কারো কথাই শোনে না।

তার অভিযোগ, সব রাজনৈতিক দল বিরোধিতা করলেও নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। বিষয়টি জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে।

মাদারীপুরের শিবচরে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের পড়ন্ত বেলায় প্রধানমন্ত্রীর খাপছাড়া বক্তৃতা তাদের দৈন্যদশার বহির্প্রকাশ। এর ফলে রাজনীতির ময়দান শান্ত, নিরাপদ ও সুখময় হয়ে উঠবে না।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/বিইউ/এআর)