স্যামসাং ফোনে দুই ডিসপ্লে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৮, ১৩:০১

২০১৭ সালের ডিসেম্বরে স্যামসাংয়ের নতুন ফ্লিপ ফোনের খবর পাওয়া গিয়েছিল। এবার সেই ফোনটির পাওয়া গেল চীনের সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-তে। অবশেষে জানা গেল শিগগিরই বাজারে আসছে এটি।

স্যামসাং এই ফোনটি প্রজেক্ট লাইকান নামে তৈরি করছে। এর কোডনেম এসএম-ডব্লিউ২০১৯।

এই ফোনে থাকছে ডুয়েল মেইন ক্যামেরা। এতে দুইটি ডিসপ্লে এবং টি নাইন কি-বোর্ড থাকছে। ফোনটিতে বিক্সবি বাটন থাকার কথা রয়েছে।

ফোনটিতে ৪ কিংবা ৬ জিবি র‌্যাম থাকতে পারে। এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব এক্সনোস প্রসেসর থাকছে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা