ভিলেন সোহেলও এমপি হতে চান

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৮, ১৩:৪৩

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান এমপি-মন্ত্রীদের পাশাপাশি অনেক নতুন মুখও ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র জগতের অভিনয়শিল্পরাও। এই তালিকায় ইতিমধ্যেই নায়ক শাকিল খান এবং ফেরদৌস আহমেদের নাম যুক্ত হয়েছে।

এবার শোনা গেল আরো এক অভিনেতার নাম। তিনি খল অভিনেতা মোরশেদ আহম্মেদ ওরফে ডি.জে সোহেল। তিনি ঢাকা ১৮ আসন (উত্তর খান, দক্ষিণ খান, উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল) থেকে নির্বাচনে অংশ নিতে চান। বর্তমানে এই আসনের এমপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

সোহেল জানিয়েছেন, ‘আমি সব সময়ই মানুষের জন্য কাজ করতে চেষ্টা করি। যখনই সুযোগ পেয়েছি, কারো না কারো জন্য কিছু করার চেষ্টা করেছি। সেই ভাবনা থেকেই সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা। ক্ষমতাকে মানুষের কল্যাণে লাগিয়ে আরো ভালো কিছু করতে চাই। এরই মধ্যে একটু একটু করে প্রস্তুতিও নিচ্ছি।’

চলচ্চিত্রের এ খল অভিনেতা আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে আমার পরিবারের সকলেই আওয়ামী লীগের রাজনীতি করে। মনোনয়ন পাওয়ার ব্যাপারে দলের নীতি নির্ধারকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি আশাবাদী। সুযোগ পেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে তার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে গড়ার অংশীদার হতে চাই।’

সোহেলের আগে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন দুই নায়ক শাকিল খান ও ফেরদৌস। শাকিল খান তো দৌঁড়ঝাপ শুরু করে দিয়েছেন। বাগেরহাটের মোংলা-রামপাল (বাগেরহাট-৩) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি। ইতিমধ্যে নেমে পড়েছেন জনসংযোগে। এলাকায় গিয়ে বাড়িতে বাড়িতে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন। পাশে পাচ্ছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের।

অন্যদিকে ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত নায়ক ফেরদৌসের ইচ্ছা যশোর-৩ সদর আসন থেকে নির্বাচন করার। যদিও তার বাড়ি কুমিল্লায়। যশোর তার শ্বশুরবাড়ি। তার স্ত্রী তানিয়ার বাবা মরহুম আলী রেজা রাজু যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি এই আসনের সাংসদও ছিলেন। শ্বশুরের পরিবর্তেই প্রার্থী হতে চান তারকা জামাই। বর্তমানে ওই আসনের এমপি আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদ।

তবে প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন নায়ক ফেরদৌস। বলেছেন, ‘প্রধানমন্ত্রী চাইলে অবশ্যই নির্বাচন করব। তার সম্মতির উপরই সবকিছু নির্ভর করছে। তিনি আমাকে যোগ্য মনে করলে মনোনয়ন দেবেন। ব্যক্তিগতভাবে আমি নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুত।’

ঢাকাটাইমস/১৫ অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :