উত্তর কোরিয়া সফর করতে চান পোপ ফ্রান্সিস

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ১৩:৫০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আগামী মাসে উত্তর কোরিয়া সফর করতে চান বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস। এই সফর বাস্তবায়িত হলে উত্তর কোরিয়ার জন্য তা হবে আরেকটি সাফল্য। দক্ষিণ কোরিয়ার এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর আলজাজিরার।

গত সপ্তাহে পোপ ফ্রান্সিসকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান উত্তর কোরীয় নেতা কিম জং উন। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই তিনি দেশটিতে সফর করতে চান।

দক্ষিণ কোরিয়ার ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান লি হেই চ্যান সোমবার বার্তাসংস্থা ইয়নহাপকে জানান, পোপ ফ্রান্সিস আগামী বসন্তে উত্তর কোরিয়া সফর করতে চান- এমন আলাপ শুনেছি। তবে লি কোথা থেকে একথা শুনেছেন সে বিষয়টি পরিষ্কার করেননি।

যদি পোপ ফ্রান্সিস দেশটি সফর করেন তাহলে তা হবে প্রথম কোনো পোপের উত্তর কোরিয়া সফর।

উত্তর কোরিয়া এবং ভ্যাটিকান সিটির মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। এছাড়া উত্তর কোরিয়ার সংবিধানে ধর্মীয় স্বাধিনতার কথা উল্লেখ থাকলেও বস্তুত দেশটিতে ধর্মীও রীতিনীতি পালন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া প্রকাশ্যে ধর্মীয় কাজ সম্পাদনের ওপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/একে