রাজশাহীতে ট্রাক্টর চাপায় কলেজ শিক্ষক নিহত

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ১৫:৫৫

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নুরুজ্জামান খান (৩৬) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার একদিলতলাহাটে এই দুর্ঘটনা ঘটে।

নুরুজ্জামান খান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের নওশের আলী খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষেতলাল শহীদ আলতাফুন্নেসা সরকারি কলেজের শিক্ষক নুরুজ্জামান খান মোটরসাইকেল চালিয়ে রাজশাহী শহরে যাচ্ছিলেন। পথে একদিলতলাহাট মোড়ে একটি ট্রাক্টর তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন।

নিহত কলেজ শিক্ষকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/আরআর/জেবি)