নকল প্লে স্টোর থেকে সাবধান!

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৮, ১৬:৪৩

অ্যানড্রয়েডে ডিভাইসে অ্যাপস ডাউনলোডের একমাত্র উৎস প্লে স্টোর। এটি গুগলের নিয়ন্ত্রণাধীন। এবার এর নকল প্লে স্টোরের খোঁজ মিললো। নকল প্লে স্টোর তৈরি করেছে কিছু হ্যাকাররা।

হ্যাকাররা অ্যানড্রয়েড ডিভাইসে ‘গুগল প্লে মার্কেটপ্লেস’ নামে একটি ম্যালওয়্যার নিয়ে এসেছে। যা দেখতে গুগল প্লে স্টোরের মতই। এমনকি গুগল প্লে স্টোরের মত নকল আইকন তৈরি করেছে।

নতুন এই ম্যালওয়্যার ব্যবহার করে অ্যানড্রয়েড ডিভাইস হ্যাক করার পরিকল্পনা করেছেন হ্যাকাররা।

খুব বিপদজক এই ম্যালওয়্যারের থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর ফলে আপনার ফোন থেককে যেকোন ব্যাংকি ট্রানজাকশনের সব বিবরণ সহজেই হ্যাকারের হাতে পৌঁছে যাবে। ভবিষ্যতে এই ট্রোজান ডিভাইসে আরও ক্ষতি ডেকে আনতে পারে।

এক ব্লগ পোস্টে জানানো হয়েছে এই ট্রোজান ক্রমশ ক্ষতিকারক হয়ে ওঠার ক্ষমতা রাখে। ভবিষ্যতে নতুন ডট নেট কোডের মাধ্যমে এই ট্রোজান আরও বিশাল আকার ধারণ করতে পারে। অর্থাৎ এই ট্রোজান কোন ভাবে আপডেট না করেই নিজে থেকে এই ট্রোজানের ভেতরে নতুন কোড ঢুকিয়ে একে আরও শক্তিশালী করে তুলতে পারেন হ্যাকাররা।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা