মেধাবী সামসুলের পাশে দৌলতপুর উপজেলা প্রশাসন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:১২

‘কুষ্টিয়ার দৌলতপুরের মেধাবী ছাত্র সামসুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছে না’ এই সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় উপজেলা প্রশাসন তাকে সহায়তা দিয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার তার অফিস কক্ষে সামসুল ও তার বাবার হাতে ১৫ হাজার টাকা তুলে দেন।

প্রসঙ্গত, উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের দরিদ্র কৃষক আতিয়ার রহমানের ছেলে মো. সামছুল ইসলাম এ বছর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশাল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তার মেধা তালিকা নম্বর ১৭৫১।

তবে দারিদ্র্যের কষাঘাতে সামছুল ভর্তি হতে পারবেন কি না তা নিয়ে চরম দুঃচিন্তায় ভুগছিলেন।

এ ছাড়া বিভিন্ন সংগঠন তাকে সহায়তার আশ্বাস দিয়েছে বলে তিনি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :