জাবিদের ব্যাটে লড়ছে ঢাকা মেট্টো

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ১৭:৪১ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১৭:৪৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

সোমবার থেকে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি আসরের তৃতীয় রাউন্ডের খেলা। বগুড়ায় মুখোমুখি হয়েছে ঢাকা মেট্টো এবং চট্টগ্রাম বিভাগ। শুরু দিনে ব্যাট করতে নেমে জাবিদ হোসাইনের ব্যাটে লড়েছে ঢাকা মেট্টো। প্রথম দিন শেষে ছয় উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৬৬ রান।

দলের পক্ষে নয় বাউন্ডারিতে দিন শেষে ৭৯ রানে অপরাজিত আছেন জাবিদ হোসাইন। জাবিদ ছাড়াও হাফ সেঞ্চুরি করেছেন শামছুর রহমান।  ১০৫ বলে খেলে ৪ চারের মারে ঠিক ৫০ রান করেই মাঠ ছাড়েন আহত অবসর হয়ে। ৪৫ রান করেছেন শরিফুল্লাহ।

তবে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের খেলায় ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মোহাম্মদ আশরাফুল। চার নম্বরে ব্যাট করতে নেমে ২০ বল খেলে শূন্যে রানেই সাজঘরে ফিরেন তিনি।

অপরদিকে ঘরের মাঠে রংপুরের মুখোমুখি হয়েছে খুলনা। শুরুতে ব্যাট করতে নেমে সৌম্য ও বিজয়ের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে তাদের সংগ্রহ সাত উইকেটে ২৭২ রান।

(ঢাকাটাইমস/১৫ অক্টোবর/এইচএ)