খালেদা জনবিচ্ছিন্ন ভাড়াটে খেলোয়াড়দের এনেছেন: নাসিম

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ২০:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া জনবিচ্ছিন্ন ভাড়াটে খেলোয়াড়দের নিয়ে এসেছেন, যাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। ড. কামাল হোসেনরা যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন ঠেকাতে পারবেন না, নির্বাচন হবেই। ১৪ দলীয় জোট রাজনৈতিকভাবে এ ষড়যন্ত্র মোকাবেলা করবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে ১৪ দলের সভা শেষে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

সভায় বিএনপি-জামায়াতের ‘অব্যহত মিথ্যাচার ও চক্রান্তের’ বিরুদ্ধে আগামী ২৯ অক্টোবর রাজধানীর মতিঝিল, ২৫ অক্টোবর যশোর ও ২৬ অক্টোবর চুয়াডাঙ্গায় ১৪ দলের গণসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নামে জনবিচ্ছিন্ন নেতাদের মূল উদ্দেশ্য, ক্ষমতার ভাগ-বাটোয়ারা ও নির্বাচন বানচাল করা। এটা নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশের মানুষ তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবেন না।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, জাতীয় পার্টি জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির নেতা শাহাদাৎ হোসেন, বাসদের আহবায়ক রেজাউর রশিদ, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, জাসদের নাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জোটের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/টিএ/এআর)