‘স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার’

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ২১:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসম্মত জীবন-যাপনের পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের দুই মেয়াদে বাংলাদেশ বিশুদ্ধ পানীয় জল সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতে উন্নয়নশীল দেশসমূহের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।’

‘বর্তমানে দেশে প্রতি ৮৭ জনের জন্য একটি সরকারি পানির উৎস রয়েছে। ২০২১ সালের মধ্যে আমরা প্রতি ৫০ জনের জন্য একটি বিশুদ্ধ পানীয় জলের উৎসের ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৮’ এর উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘সরকার বিগত ১০ বছরে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের উৎসের জন্য প্রায় তিন লাখ হ্যান্ড টিউবওয়েল এবং এক হাজার ১৬৬টি উৎপাদক নলকূপ স্থাপন করেছে। নিরাপদ পানির উৎসবিহীন প্রাথমিক বিদ্যালয়ে ৩৬ হাজার ১৮৪টি টিউবওয়েল ও ২৬ হাজার ৮০৯টি ওয়াশব্লক নির্মাণ করেছে।’

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনিসেফ-বাংলাদেশ’র প্রতিনিধি সুমি চক্রবর্তী এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানসহ উন্নয়ন সহযোগী সংস্থা ও দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/আরকে/জেবি)