জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভে পুলিশি বাধা

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ২১:২৪

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন কারাদ-ের প্রতিবাদে এ মিছিল বের করা হয়।

সোমবার বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে তৃপ্তির মোড়ে এলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধায় মিছিলটি প- হয়ে যায় বলে দাবি করেন নেতা কর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল, ফজলুর রহমান, অধ্যক্ষ শামসুল হক, সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এটিম শাহনেওয়াজ কবির শুভ্র, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুশফিকুল আলম বুলু, সহ সভাপতি শামস মতিন, রহুল আমিন ফারুক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চপল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল আদনান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/ইএস)