টেকনাফে চাল পাবে ১৭০০ জেলে

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৮, ২১:৩২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

ইলিশ ধরার ক্ষেত্রে ২২ দিনের নিষেধাজ্ঞার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার ১৭১১ জন জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দেবে সরকার।

বিশেষ ভিজিএফ বরাদ্দের বিষয়ে জেলা জেলা প্রশাসকের পক্ষে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রইস উদ্দিন মুকুলের স্বাক্ষরিত একটি চিঠি পেয়েছেন বলে সোমবার নিশ্চিত করেছেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা ট্রাস্কফোর্স কমিটির সভাপতি ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান।

তিনি বলেন, জেলেদের জন্য একটি বরাদ্দ পেয়েছি, সেগুলো আগামী কয়েকদিনের মধ্যে বিতরণ করা হবে।

উপজেলা মৎস্য কার্যলয় সূত্র জানায়, ইলিশ রক্ষায় এবার প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। সরকারের সিদ্ধান্ত মেনে এ সময়ে মা ইলিশ আহরণে বিরত থাকায় টেকনাফ উপজেলায় ১ হাজার ৭১১ জন জেলের জন্য চাল বরাদ্দ এসেছে। এসব জেলেদের জন্য ২০ কেজি করে ৩৪.২২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার। তবে টেকনাফ উপজেলায় একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে ৭ হাজার ৮৮৩ জন জেলে রয়েছে। তার মধ্যে বাহারছড়া ইউনিয়নে ২ হাজার ১৫১ জন জেলে রয়েছে। যে বরাদ্দ এসেছে তা জেলেদের তুলনায় খুবই কম। বরাদ্দ অনুযায়ী আরও ৬ হাজার ১৭২ জন জেলে চাল পাবে না।

জানতে চাইলে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ১৭১১ জন জেলেদের জন্য ২০ কেজি করে ৩৪.২২ মেট্রিক টন চাউল বরাদ্দ এসেছে। কয়েকদিনের মধ্যে এ চাল বিতরণ করা হবে।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/এলএ)