ড. কামালের আসল চেহারা দেখেছেন জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ০০:৪৩ | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৮, ০০:১০

হরতাল অবরোধের নামে নিরীহ মানুষদের পুড়িয়ে মারায় অভিযুক্ত বিএনপি ও স্বাধীনতাবিরোধী দল জামায়াতের সঙ্গে জোট করায় ড. কামাল হোসেনের আসল চেহারা সবার সামনে উন্মোচিত হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। বলেছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে বিদেশি হস্তক্ষেপ।

সোমবার রাতে নিজের ফেসবুক পেজে করা এক পোস্টে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘তার (ড. কামাল) এক জোটসঙ্গী বিএনপি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিরীহ মানুষদের জ্যান্ত পুড়িয়ে মেরেছে। তার আরেক সঙ্গী জামাত মুক্তিযুদ্ধের সময় নির্যাতন, ধর্ষণ ও গণহত্যায় জড়িত ছিল।’

‘বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান আমার মা ও আওয়ামী লীগের উপর গ্রেনেড হামলার দণ্ডপ্রাপ্ত অপরাধী। তাদের সভাপতি খালেদা জিয়াও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত একজন অপরাধী।’

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ‘জাতীয় ঐক্য’ গঠনে মরিয়া হয়ে ড. কামাল হোসেনের গণফোরাম এবং তৃতীয় শক্তি হওয়ার ঘোষণা দেয়া যুক্তফ্রন্টের সঙ্গে আলোচনা চালাতে থাকে।

এর আগে কামাল হোসেন আবার জাতীয় ঐক্য প্রক্রিয়া নামে আরও একটি উদ্যোগ নিয়ে আগান যেখানে মূলত গণফোরাম এবং আওয়ামী লীগের দলছুট কয়েকজন নেতা ছিলেন।

তবে যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এই প্রক্রিয়া থেকে ছিটকে গেছেন আর তাকে বাদ দিয়েই গত ১৩ অক্টোবর ঘোষণা এসেছে ঐক্যের। নাম দেয়া হয়েছে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’।

বিএনপির সঙ্গে জামায়াত থাকলে ঐক্য নয়- এই ঘোষণা ভুলে কামাল হোসেন ঐক্যবদ্ধ হয়েছেন বিএনপির সঙ্গে। আরও আছে জেএসডি ও নাগরিক ঐক্য।

গণফোরাম নেতাকে এরই মধ্যে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী। জয়ের সমালোচনাতেও একই ঢং।

প্রধানমন্ত্রী পুত্র লেখেন, ‘১/১১ এর সেনা সমর্থিত সরকার আনার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছিল এই কামাল হোসেন। তার ইহুদি জামাতা যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মরিয়া হয়ে লড়াই করে গেছেন অনেক বছর আর এখন বাংলাদেশের বিরুদ্ধে অনবরত মিথ্যাচার করেই যাচ্ছেন। কামাল হোসেন এর মেয়ে ও জামাতা উভয়ই বিদেশে বাংলাদেশবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছেন বিদেশিদের বাংলাদেশে হস্তক্ষেপ করানোর উদ্দেশ্যে।’

‘এই ধরনের মানুষদের উপর আমার বিতৃষ্ণা এসে গেছে। তাদের কোনো নৈতিকতা নেই, সততা নেই, নেই বাংলাদেশের জন্য কোনো ভালোবাসা। ক্ষমতার লোভে তারা দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের হাত মেলাতে পারে স্বাচ্ছন্দ্যে। তারা দেশপ্রেমিক নয়, তারা বাংলাদেশ বিরোধী।’

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/টিএ/ইএস/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা চাইলেন মঈন খান

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী: আ.লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

জবি শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ 

এই বিভাগের সব খবর

শিরোনাম :