নরসিংদীতে ঘেরাও করা দুই বাড়িতে অভিযানের অপেক্ষা

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ০৮:৪১ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১৩:৩৪

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
সন্দেহভাজন জঙ্গি আস্তানার বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে পৃথক দুটি বাড়ি রাত থেকে ঘেরাও করে রেখে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ৯ ঘণ্টা ধরে ঘিরে রাখলেও এখনও অভিযান শুরু হয়নি। ঢাকা থেকে পুলিশের স্পেশাল বাহিনী সোয়াত এলে অভিযান শুরু হবে।  

জানা যায়, নরসিংদীর মাধবদী ও শেখের চর এলাকার দুটি বাড়িকে সোমবার সন্ধ্যা থেকেই জঙ্গি আস্তানা বলে সন্দেহ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাত ১২টার দিকে বাড়ি দুটি ঘেরাও করে রাখে তারা। বাড়ি দুটিতে কমপক্ষে পাঁচজনের অবস্থান শনাক্ত করেছে পুলিশ।

সন্দেহভাজন জঙ্গি আস্তানার একটি বাড়ি মাধবদী পৌরসভায়। গাঙপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’ নামে ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

আরেকটি বাড়ির অবস্থান শেখেরচরে। দিঘিরপাড় চেয়ারম্যান বাড়ি সড়কের ওই বাড়িটি ঘিরে রেখে আইনশৃঙ্খলা বাহিনী।

কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে জানা যায়, তারা অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ঢাকা থেকে সোয়াত টিম এলেই অভিযান শুরু হবে।

রাত দেড়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/জেবি)