হুয়াওয়ের নতুন ফোনে ৯২ মেগাপিক্সেলের ক্যামেরা

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ১০:৫৭

বিজ্ঞান ও তথ্যপ্রযু্ক্তি ডেস্ক, ঢাকাটাইমস

আজ মঙ্গলবার লন্ডনে এক ইভেন্টে অবমুক্ত হবে হুয়াওয়ের নতুন ফোন মেট ২০ এবং মেট ২০ প্রো। এই দুটি ফোনের ভিতরে থাকবে হাইসিলিকন কিরিন ৯৮০ চিপসেট। এই ফোনে থাকছে সম্পূর্ণ নতুন ডিজাইন। ফোনটি দুইটি বাজারে আসার আগেই এর দাম জানা গেল। মেট ২০ এর দাম ৭৯৯ ইউরো। অন্যদিকে ১০৮০ ইউরোতে পাওয়া যাবে মেট ২০ প্রো।

দুটি আলাদা আলাদা রঙে পাওয়া যাবে হুয়াওয়ে মেট ২০ এবং মেট ২০ প্রো।

মেট ২০ প্রো ফোনে থাকছে ৬.৩৯ ইঞ্চির কিউএইচডি প্লাস ওলিড ডিসপ্লে। ফোনের ভেতরে থাকবে কোম্পানির নিজস্ব হাইসিলিকন কিরিন ৯৮০ চিপসেট। ফোনটি ৬ ও ৮ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। এতে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা।

রিয়ারের তিন ক্যামেরায় থাকছে ৪০, ২০ এবং ৮ মেগাপিক্সেলের সেন্সর। সেলফির জন্য রয়েছে ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা। 

এই ফোনে থ্রি ডি ফেসিয়াল রিকগনিশন সেন্সর থাকছে। এর ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহৃত হয়েছে। 

ফোনটিতে ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহৃত হয়েছে। 

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এজেড)