যশোরে মাদকাসক্তের লাথিতে ব্যবসায়ী নিহত

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ১২:২৫

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে মাদকাসক্ত এক ব্যক্তির লাথির আঘাতে আমদানি ও রপ্তানি ব্যবসায়ী হাসানুজ্জামান মারা গেছেন। বেনাপোল পোর্ট থানার পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত হাসানুজ্জামান বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মৃত হাজী সামসুর রহমানের ছেলে।

নিহতের ছেলে আলিফুজ্জামান জানান, তার পিতা হাসানুজ্জামান সোমবার রাত ১০টার দিকে বেনাপোল থেকে বাড়ি ফিরছিলেন। সাদীপুর মোড়ে স্থানীয় চায়ের দোকানদারকে মাদকাসক্ত মোক্তার, আক্তার ও সুমন মারধর করছিলেন। তার বাবা তা দেখে বাধা দেন।

এসময় মাতাল আক্তার তার বুকে কয়েকটা লাথি মারেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তিনি দ্রুত বাড়িতে চলে আসেন। পরে শরীর আরও খারাপ হয়ে পড়লে রাত সাড়ে ১১টার দিকে বেনাপোলের রজনী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

সেখানকার চিকৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। রাতেই তাকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে নিতে রওনা দিলে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছায় তার মৃত্যু হয়। পরে রজনী ক্লিনিকের চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার সকালে বেনাপোল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেশাখোর  মোক্তার, আক্তার ও সুমনকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/ওআর