বিএনপির নতুন বন্ধুদের প্রতি খেদ, ২০ দল ছাড়ল দুই দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৭:৩৫ | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৮, ১৫:৫৫

বিএনপি যখন নতুন জোট গড়ে সরকারকে চাপে ফেলতে চাইছে, তখন তার আগের জোট ২০ দলেই ধরল ভাঙন। বিএনপির নতুন বন্ধুদের বক্তব্য ও আচরণে ক্ষোভ জানিয়ে ২০ দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করল বাংলাদেশ ন্যাপ ও এনিডিপি।

মঙ্গলবার দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি।

সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্ট গঠন পরবর্তী ঘটনাপ্রবাহ বর্ণনা করে ন্যাপ নেতা বলেন, ‘বিএনপি সকল বিষয় জোটের শরিকদের সকল সময় অন্ধকারে রাখার অপচেষ্টা গ্রহণ করেছে। এই প্রেক্ষাপট বিবেচনায় ২০ দলের শরিক হিসেবে বাংলাদেশ ন্যাপ ও এনিডিপি সাংবিধানিক, নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে আজকে এই মুহূর্তে জোটের থেকে সকল সম্পর্ক ছিন্ন করছে।’

গানির দাদা মশিউর রহমান যাদু মিয়া ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম। তার নাতি সংবাদ সম্মেলনে বলেন, গত নির্বাচনে নানা প্রলোভন সত্ত্বেও নির্বাচনে যাননি তারা। তবু শরিকরদেরকে সেভাবে মূল্যায়ন করেনি বিএনপি।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের আচরণে ক্ষুব্ধ ন্যাপ নেতা বলেন, ‘ঐক্যফ্রন্ট গঠন নিয়ে বিএনপি ও তাদের নতুন বন্ধুরা যা করেছেন তা দুঃখজনক।’

গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি ও নাগরিক ঐক্য নিয়ে গঠন হয় জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপির আশা, এই ঐক্য গড়ে তারা সরকারকে চাপে ফেলতে পারবে।

তবে এই ঐক্য নিয়ে বিএনপির আগের জোট ২০ দলেই নানা মত ছিল। আর সোমবার রাতে ২০ দলের বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা প্রশ্নের মুখে পড়েন।

ঐক্যফ্রন্ট নিয়ে ক্ষোভ

বিএনপির ঐক্যফ্রন্টে যোগ দেয়ার বিষয়ৈ ২০ দলের শরিকদেরকে অন্ধকারে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। গানি বলেন, ‘এসব বিষয়ে ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপি সব সময়ই তার শরিকদের অন্ধকারে রাখার অপচেষ্টা গ্রহণ করেছে। জাতীয় সংসদ নির্বাচন খুবই কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হবে বলে প্রতীয়মান। সেই বিষয়েও বিএনপি তার শরিকদের পরিষ্কার অবস্থা ব্যাখ্যা করে না। জোটের বিভিন্ন বৈঠকে জোট শরিকদের মনোনয়নের বিষয়টিও সামনে আনতে চাইলেও বিএনপি তা কৌশলে এড়িয়ে যায়।’

গানি বলেন, ‘সম্প্রতি বিএনপির জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত থাকলে আমরা তা পর্যবেক্ষণ করছিলাম। গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যের নামে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে। দুঃখজনক হলেও সত্য, জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে বিএনপি এবং তার নতুন মিত্ররা যে সব ঘটনার অবতারণা করেছে, তা সত্যিই হতাশাজনক।’

‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ক্ষেত্রে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে ঐক্যফ্রন্ট নায়কদের আচরণ সমগ্র জাতির সঙ্গে আমাদেরকেও হতাশ করেছে। সাবেক রাষ্ট্রপতির সঙ্গে এ ধরনের আচরণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব বা বিএনপি নেতাদের কাছ থেকে জাতি এ ধরনের আচরণ আশা করে না।’

গানি বলেন, ‘বাংলাদেশ ন্যাপ ও এনডিপি সাংবিধানিক এবং নিয়মতান্ত্রিক রাজনীতির পক্ষে। শুধুমাত্র ক্ষমতার পালা বদলের নামে কোন অশুভ শক্তির ক্ষমতা গ্রহণ করে আবার দেশকে রাজনীতিশূন্য করার কোনো অপচেষ্টায় অংশগ্রহণ করুক গণতান্ত্রিক দল হিসেবে আমরা তা প্রত্যাশা করি না।’

‘এই প্রেক্ষাপট বিবেচনায় ২০ দলের শরিক হিসেবে বাংলাদেশ ন্যাপ ও এনিডিপি সাংবিধানিক, নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে আজকে এই মুহূর্তে জোটের থেকে সকল সম্পর্ক ছিন্ন করছে।’

মইনুলকে ঐক্যে দেখে ক্ষোভ

বিশেষ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের উপদেষ্টা মইনুল হোসেনকে এই ঐক্যে রাখার বিষয়টি মানতে পারেননি শরিক দলের একাধিক নেতা।

জোটে বৈঠকেও এই বিষয়টি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন রেখেছিলেন জোটের শরিকরা। কিন্তু তিনি জবাব না দিয়ে বলেন, এ নিয়ে প্রশ্ন না তোলাই আপাতত ভালো।

ন্যাপ নেতা গানি বলেন, ‘এক এগারোর এর উপদেষ্টা যখন বিএনপির পাশে বসে থাকে তখন আমরা ব্যাথিত হই।’

‘এই জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে যাদের অগ্রণী ভূমিকা লক্ষ্য করেছি, তাদের অনেকেই এক এগারোর সরকার প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছে। তারা অনেকেই মাইনাস টু ফর্মুলায় জড়িত ছিল। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে,সে মামলার নায়ক ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের উপদেষ্টা যখন বিএনপির পাশে থাকে তখন আমরা ব্যথিত হই, আতঙ্কিত হই। এক এগারোর কুশীলবদের বিএনপি নেতাদের পাশে অবস্থান করতে দেখি তখন আতঙ্কিত হই এই ভেবে যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য আমরা কি আরেকটি অগণতান্ত্রিক ও অশুভ শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্রের অংশ হতে যাচ্ছি কি না?’

‘মাইনাস টু ফর্মুল বাস্তবায়নকারীরা যখন জাতীয় ঐক্যফ্রন্টের নামে ঐক্যবদ্ধ হচ্ছে তখন আমরা মনে করি বিএনপি তার সকল নৈতিক অবস্থান থেকে বিচ্যুত হয়েছে।’

ঢাকাটাইমস/১৬অক্টোবর/বিইউ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

খুলনায় গির্জায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপি নেতা বকুলের সহায়তা

শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচারে সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না: খেলাফত মজলিস

আওয়ামী লীগের যৌথসভা মঙ্গলবার

ট্রেন দুর্ঘটনায় আহত আনু মুহাম্মদের সুস্থতা কামনা মির্জা ফখরুলের

আসুন সিদ্ধান্ত নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেই: ড. কামাল হোসেন

এই বিভাগের সব খবর

শিরোনাম :