টিপস

ফোনে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাবেন যেভাবে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৮, ১৬:১৮

এতদিন হোয়াটসঅ্যাপে একটি মাত্র অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ ছিল। এখন একই ফোনে দুই অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ এলো। সুযোগ করে দিয়েছে বেশ কিছু হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর মধ্যে আছে স্যামসাং, শাওমি, ভিভো, হুয়াওয়ে, হনর এবং অপো।

এসব নির্মাতাদের ফোনে রয়েছে 'ডুয়েল অ্যাপস’ বা 'ডুয়েল মোড’। যার মাধ্যমে একই ফোনে একাধিক নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব।

এজন্য আপনাকে যা যা করতে হবে- শুরুতেই আপনার ফোনের নিম্নলিখিত সেটিং এ যান। এরপর সেটিং>অ্যাডভান্স ফিচার/ডুয়েল অ্যাপস/ক্লোনস অ্যাপ/টুইন অ্যাপ এর যেকোনো একটি ফিচার পাবেন। যেকোনো একটি বেছে নিয়ে ওপেন করুন।

স্টেপ ১। ফোনের ডুয়াল অ্যাপস সেটিং ওপেন করুন।

স্টেপ ২। এবার যে অ্যাপ ডুপলিকেট তৈরি করতে চান সেটি সিলেক্ট করুন।

স্টেপ ৩। এবার এই প্রসেস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

স্টেপ ৪। এবার হোম স্ক্রিনে নতুন হোয়াটসঅ্যাপ লোগো দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।

স্টেপ ৫। নতুন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ এ লগ ইন করুন।

যদিও একাধিক ফোনে এই ফিচার ডিফল্ট থাকে না। সেই সব ফোনে ‘প্যারালাল’ অ্যাপ ইনস্টল করে একাধিক নম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার সম্ভব। তবে এই সুবিধা সুধু হোয়াটসঅ্যাপ নয় যে কোন সোশ্যাল মিডিয়া অ্যাপ এর জন্য ব্যবহার করা যাবে। এর জন্য ফোনে দুটি সিম কার্ড থকা বাধ্যতামূলক নয়।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা