ছেড়ে যাওয়া দুই শরিককে ফিরে পাওয়ার আশায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:৫১
ফাইল ছবি

ছয় বছর আগে গড়া ২০ দলীয় জোটের সঙ্গে দুই শরিকের সম্পর্ক ছিন্ন করাকে ভুল বুঝাবুঝি হিসেবে দেখছে বিএনপি। ভুল ভাঙলে দুই দল আবার জোটে ফিরবে বলেও আশা করছে জোটের প্রধান শরিক।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান ঢাকাটাইমসকে বলেছেন, ‘এটা ভুল বোঝাবুঝি। আশা করি ভুল ভাঙলে তারা আবারো জোটে ফিরে আসবে।’

মঙ্গলবার বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি জোট ছাড়ার ঘোষণা দেন। তার মতোই একই সিদ্ধান্ত নিয়েছে এনডিপি, তারাও ছিল এই সংবাদ সম্মেলনে।

২০১২ সালের ১৮ এপ্রিল ১৮ দলীয় জোট গঠনের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয় বাংলাদেশ ন্যাপ, এনডিপিসহ তাদের সমমনা আটটি দল। গত ছয় বছরের বেশি সময়ে তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে আছে এই দুটি দল। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে সরকারি দলের পক্ষ থেকে নানা প্রলোভন ছিল ন্যাপসহ শরিক কয়েকটি দলের কাছে। তবে জোটের স্বার্থে প্রলোভন গ্রহণ না করে নির্বাচন বর্জন করে বলে দাবি করেছে দল দুটি।

দুই শরিক দল জোট ছাড়ার ঘোষণা দেয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে নজরুল ইসলাম খান ঢাকাটাইমসকে বলেন, ‘এটা দুঃখজনক। আমি মনে করি এটা ভুল বোঝাবুঝি।’

দুই শরিক দল জোটে অবমূল্যায়ন এবং বিএনপির নতুন জোট ঐক্যফ্রন্টকে নিয়ে অসন্তুষ্ট। নতুন বন্ধু গড়ে পুরনো বন্ধুদেরকে বিএনপি দূরে ঠেলছে বলে অভিযোগ ন্যাপ ও এনডিপির।

নতরুল ইসলাম খান অবশ্য একে কারণ হিসেবে দেখছেন না। তিনি বলেন, ‘অন্য কোনো কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে কিনা সেটা বলতে পারছি না। তবে এটা ভুল বোঝাবুঝি।

‘দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে জোটে আছি। দীর্ঘদিনের বন্ধু তারা। কোনো ভুল বোঝাবুঝি হয়নি। সবশেষ মিটিংয়ে এই দুই দলের মহাসচিব উপস্থিত ছিলেন। কথা বলেছেন, একমত পোষণ করেছেন। তাদের অন্ধকারে রাখা হলো কোথায়? আর যদি কোনো বিষয়ে কথা থাকে তাহলে মিটিংয়েও বলতে পারতেন। আমি জোটের সমন্বয়ক আমাকেও বলতে পারতেন।’

আসন বণ্টন নিয়ে কোনো সিদ্ধান্ত বিএনপি নেয়নি এটা নিয়ে অভিযোগ আছে জোট ছেড়ে যাওয়া শরিকদের-এ ব্ষিয়ে নজরুল বলেন, ‘এখনও নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিএনপি নেতৃত্বাধীন জোট সিদ্ধান্ত নেয়নি। যখন সিদ্ধান্ত হবে তখন তো তাদের সবার সঙ্গে আলাপ আলোচনা করেই আসনের বিষয়টি সমাধান হবে।’

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার ছবি প্রসঙ্গে যা বললেন মেজর হাফিজ

পৃথিবীতে কোনো দেশের গণতন্ত্র পারফেক্ট না: ওবায়দুল কাদের

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার বিষয়ে কিছু জানি না: ওবায়দুল কাদের

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :