নির্ভয়ে অনুসন্ধানী সাংবাদিকতা চান দুদক চেয়ারম্যান

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ২০:৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ফাইল ছবি)

নতুন ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতাকে কঠিন করে দেবে কি না, এ নিয়ে বিতর্কের মধ্যেই দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ গণমাধ্যমের কাছে আরও বেশি করে অনুসন্ধানী প্রতিবেদন চেয়েছেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘ডিজিটাল আইন সম্পর্কে তেমন ধারণা নেই। তবে আপনাদের ভয়ের কোন কারণ নেই। দুদকের প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবেন। দুদক এসব সংবাদকে স্বাগত জানাবে।’

মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবিতে সাংবাদিকদের জন্য অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের তিন দিনের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন দুদক চেয়ারম্যান।

ইকবাল মাহমুদ বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে সত্য প্রকাশ করবেন। আমি আপনাদের পক্ষে বলতে চাই, আমার বিরুদ্ধে হোক আর দুদকের বিরুদ্ধে হোক, হোক কোনো র্কমর্কতার বিরুদ্ধে, আপনারা লিখবেন।’

‘অনুসন্ধানের তথ্য যদি আপনারা না দেন, তাহলে প্রতিষ্ঠান চলবে না। আপনারা যদি আমাকে চ্যালেঞ্জ না করেন, আমি শুধরাব না। আপনারা প্রশ্ন  করবেন, কিছু উত্তর দেব, সব প্রশ্নের উত্তর হয়তো আমি দিতে পারব না, দিতেও পারব না।’

‘দুদকের পক্ষ থেকে কোনো প্রতিবেদনের জন্য মামলা হবে না। আপানারা (সাংবাদিকরা) নির্ভয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করবেন। আপনাদের কোনো ভয় নেই।’

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রসঙ্গ টেনে পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর বলেন, ‘সাংবাদিকতা কোনো আইন দিয়ে থেমে থাকেনি। আইন করে কোনো ভাল কাজকে আটকানো যাবে না। আইন হয় খারাপদের জন্য। কাজেই আইন নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই।’
অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদও বক্তব্য রাখেন।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/আরকে/ডব্লিউবি