পুকুরে মিলল বিদেশি মদ, আটক ৪

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ২০:২২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১১০ ইয়াবা, ৭৮ বোতল বিদেশি মদ, চারটি মোবাইল ও নগদ ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার দুপুর দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১১।

আটকরা হচ্ছেন- চৌমুহনীর গনিপুর গ্রামের ইব্রাহিম খলিল (২৮), মো. ফারুক (৪৫), নরোত্তমপুর এলাকার মো. আনোয়ার (২৮) ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা গ্রামের মো. সুমন (২৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদে র‌্যাব মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সাকিনস্থ ছাতারপাইয়া সড়কের পাশের খোকন মিয়ার বিসমিল্লাহ পোল্টি খামারে অভিযান চালায় র‌্যাব। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা, মোবাইল ও মাদক বিক্রির নগদ টাকাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে, পাশের একটি পুকুরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বলেন, আটক আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)