বিসিবি একাদশের অধিনায়ক সৌম্য

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৮, ২০:২৬

জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের অধিনায়কত্ব করবেন বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। আগামী ১৯ অক্টোবর সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ২১ অক্টোবর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পরের দু’টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে যথাক্রমে ২৪ ও ২৬ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দু’টি টেস্ট খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথমটি শুরু হবে ২ নভেম্বর। যা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে সিলেটের। ঢাকার মিরপুরে ১১ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বিসিবি একাদশ : সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে রাব্বি মাহমুদ, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন, সাইফ উদ্দিন, ইয়াসিন মিশু, এবাদত হোসেন চৌধুরি, মোর্শেদুল আক্তার ও নাইম হাসান।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :