শেখ হাসিনা না এলে ফিরবে ২০০১ এর নির্যাতন: হিন্দুদের কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২২:৩৭ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৮, ২১:৫৪
বুধবার রাতে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ওবায়দুল কাদের

শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে ২০০১ সালের নির্বাচনের পর যে অবস্থা হয়েছিল তা আবার ফিরে আসবে বলে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন দলের নেতা বলেন, ‘সরকারের পলিসি যদি এন্টি মাইনোরিটি হয়, কত ভয়াবহ পরিণতি হতে পারে তার প্রমাণ ২০০১ সাল। মাইনোরিটিদের ওপর ২০০১ সালের নির্যাতনের বিভীষিকা আবারও ফিরে আসবে যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে।’

বুধবার রাতে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) সনাতন সমাজ কল্যাণ সংঘ(সসকস) আয়োজিত মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি-জামায়াত জোট বিজয়ী হওয়ার পর পর দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক আক্রমণের ঘটনা ঘটে। সে সময় সরকার এগুলো ঠেকাতে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ আছে।

বিএনপিকে সম্প্রদায়িক দল আখ্যা দিয়ে কাদের বলেন, ‘এদের হাতে সনাতন ধর্মালম্বীরা অতীতেও নিরাপদ ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’

‘আমাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আওয়ামী লীগ সরকারের সব জায়গায় ভালো লোক এ দাবি আমি করব না; কিছু লোক আছে ক্ষমতাসীন দলে ঢুকে শুধু অপকর্ম করার জন্য। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি।’

যারা সংখ্যালঘুদের সম্পত্তি দখল করতে চায়, তাদের কোন দল নেই মন্তব্য করে আওয়ামী লীগ নেতা বলেন, ‘সনাতন ধর্মালম্বীদের জন্য নিরাপদ আবাসস্থল বাংলাদেশ। তারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজে পায়। যারা হিন্দু সমাজের জায়গা-জমি মন্দির এগুলো দখলের মানসিকতা রাখে... এরা দুর্বৃত্ত।....এর আপনাদের যেমন শত্রু, আমাদেরও শত্রু।’

এসময় তিনি সনাতন ধর্মালম্বীদের নিজের ছোট মনে না করে অন্য সকলের মতই সাধারণ নাগরিক হিসেবে দেখা আহ্বান জানান। মনে করিয়ে দেন, তাদেরও সমান অধিকার রয়েছে।

বিএনপিই অসুর, ফখরুলকে জবাব

বিএনপিকেই বাংলাদেশের রাজনীতিতে ‘অসুর শক্তি’ বলেছেন ওবায়দুল কাদের। বলেছেন, ‘এ দল বাংলাদেশের রাজনীতিতে থাকতে দেশে শান্তি আসবে না।’

দেবী ‍দুর্গার কাছ থেকে দীক্ষা নিয়ে অসুর শক্তিকে পরাজিত করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানের জবাবে এ কথা বলেন ক্ষমতাসীন দলের নেতা।

প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং অমীমাংসিক নানা সমস্যার সমাধানের কথা তুলে ধরে কাদের বলেন, ‘আমার বিশ্বাস করি, এ পথ ধরে তিস্তা সমস্যারও সমাধান হবে। গঙ্গার পানি সমস্যার সমাধান হয়েছে, তিস্তারও যথেষ্ট অগ্রগতি হয়েছে।’

‘বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি চায় না ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকুক। এই সুসম্পর্ক যাতে করে নষ্ট হয়, সেজন্য এরা দেশের বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করতে পারে; উস্কানি দিতে পারে। এরা অসুর....সাম্প্রদায়িক শক্তি হচ্ছে অসুর শক্তি।’

কাদের বলেন, ‘এই অশুভ শক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে। বিএনপি যতদিন এদেশের রাজনীতিতে আছে আমি বলে গেলাম এ দেশের শান্তি আসবে না।’

ঢাকাটাইমস/১৭অক্টোবর/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার ছবি প্রসঙ্গে যা বললেন মেজর হাফিজ

পৃথিবীতে কোনো দেশের গণতন্ত্র পারফেক্ট না: ওবায়দুল কাদের

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার বিষয়ে কিছু জানি না: ওবায়দুল কাদের

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :