আসেম সম্মেলনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ২২:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দুই দিনের এশিয়া-ইউরোপ মিটিং বা আসেম শীর্ষ সম্মেলন যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী ১৮ ও ১৯ অক্টোবর  পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, মাহমুদ আলী আগামী ১৯ অক্টোবর সৌদি সফর শেষে আসেম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সেখানে তিনি ডেনমার্কের প্রধানমন্ত্রী লার্স রাসমুসেন ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেটের সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্র জানায়, এবারের আসেম সম্মেলনে এশিয়া-ইউরোপ মহাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, রাজনীতি, জঙ্গিবাদ মোকাবিলাসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। 

পররাষ্ট্রমন্ত্রী এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি আরব সফরে রয়েছেন।

এর আগে ২০১৬ সালের জুলাই মাসে ১১তম আসেম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এনআই/)