আগামী নির্বাচনে পুলিশে আস্থা রাখতে বললেন আইজিপি

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ২২:৩৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী

আগামী নির্বাচনে পুলিশের ওপর আস্থা রাখতে জনগণের প্রতি আহবান করেছেন পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী। তিনি বলেছেন, বিগত সময়ে পুলিশে জনগণের যেরকম আস্থা ছিল, এখনো আছে। আগামীতেও পুলিশের ওপরই আস্থা থাকবে। আমরা মনে করছি না আগামী নির্বাচনেও জঙ্গিবাদের কোন প্রভাব পড়বে। তবে আমরা যে কোন আশঙ্কাকে সামনে রেখে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে থাকি। সামনের নির্বাচনেও যে কোন ধরনের আশঙ্কা থাকলে বড় বড় অনুষ্ঠানগুলোতে সকল নিরাপত্তা পরিকল্পনা মাথায় রেখে আমরা পরিকল্পনা গ্রহণ করব।

বুধবার রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পূজায় আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট চমৎকার রয়েছে সারাদেশে। আমরা আশা করছি, পুরো পূজায় এরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকবে।

আইজিপি আরো বলেন, কোথাও জঙ্গি হামলা হয়নি। পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নরসিংদীতে অপারেশন চালিয়েছে। আমাদের অপারেশনে দুই জঙ্গি নিহত হয়েছে। আজকে দুইজনকে আত্মসমর্পণ করতে সক্ষম হয়েছি। আমরা মনে করি, আমাদের যে সক্ষমতা জঙ্গিদের কোন ধরনের হামলা আমরা আশঙ্কা করি না। এ দুর্গাপূজায় আমরা যেভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি, তা আমরা সকল ধরনের আশঙ্কাকে মাথায় রেখেই করেছি। সুতরাং আমাদের আশঙ্কা অনুযায়ী আমরা সব ধরনের নিরাপত্তা গ্রহণ করেছি।

এসময় ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, র‌্যাব-১১ এর অধিনায়ক রাসেল আহমেদ কবির, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক শংকর সাহা প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)