শ্রীপুরে প্রতিহিংসায় ভাঙল ১৮ কৃষকের স্বপ্ন

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৪:৩৭ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৮, ১৪:১৪

গত কয়েকদিন ধরে পুরোদমে শীতকালীন সবজি চাষের জমি প্রস্তুতের জন্য মাঠে ব্যস্ত ছিলেন শ্রীপুরের ১৮ কৃষক। জমিতে লাগানোর চারাও তৈরি করেছিলেন তারা। গতরাতে বিষ প্রয়োগে চারাগাছ ধ্বংস করে দেয় অজ্ঞাতরা। বীজতলা নষ্ট করে দেয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।

মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি ও গোদারচালা গ্রামের ১৮ কৃষকের শীতকালীন সবজির বীজতলায় বিষ প্রয়োগে ধ্বংস করা হয়।

টেপিরবাড়ি গ্রামের কৃষক শাহাবউদ্দিন জানান, আমাদের মূল জীবিকা এই শীতকালীন সবজি চাষ ঘিরেই। চলতি মৌসুমে এই সবজি চাষের জন্য আমরা মাঠ প্রস্তুত করেছিলাম। আমাদের এলাকার প্রতিটি বাড়িতেই ছিল বীজতলা। তবে সকালে উঠে দেখি বীজতলার চারাগুলো মাটিতে শুয়ে পড়েছে।

গোদারচালা গ্রামের শীতকালীন সবজি চাষী কুদ্দুস আলী জানান, আমাদের এলাকার সবার বাড়িতেই এক রাতেই বিষ ছিটিয়ে বীজতলা নষ্ট করে দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে সবার বীজতলা নষ্ট করে দেয়া কেমন ধরনের শত্রুতা ?

একই গ্রামের কৃষক মমতাজ উদ্দিনও জানান একই কথা। তিনি বলেন, এই শীতকালীন সবজি চাষের উপর নির্ভর করে এলাকার কৃষকরা জীবিকা নির্বাহ করেন। তবে সবজি চাষের এই ভরা মৌসুমে বীজতলা নষ্ট করে দেয়ায় এখন সামনে শুধুই অন্ধকার। নতুন করে বীজতলা তৈরি করে এখন আর এই সবজি চাষ সম্ভব নয়।

শ্রীপুর উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবা সুলতানা জানান, এমন ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঠ পরিদর্শন করে তালিকা করা হয়েছে। আগাছা দমনের ওষুধ প্রয়োগের মাধ্যমে ১৮ কৃষকের বীজতলা নষ্ট করে দেয়া হয়েছে। যারা প্রায় ৩০একর জমিতে শীতকালীন সবজি চাষ করতেন। তবে এমন ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।

ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :