নিলুফা ভিলার দুই নারী ‘জঙ্গি’র আত্মসমর্পণ

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৫:৫৬ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৮, ১৫:৫৫
নিলুফা ভিলা

নরসিংদীর মাধবদীর ভগীরথপুরের একটি বাড়িতে দুই দিন ধরে চলা অভিযান বুধবার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এর আগে র‌্যাবের আত্মসমর্পণের আহ্বানে সাড়া দেয় সন্দেহভাজন দুই নারী জঙ্গি। পরে তাদের আটক করা হয়। তাদের একজনের নাম খাদিজা আক্তার মেঘনা, অপরজনের নাম মৌ।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম প্রাথমিকভাবে এই অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

র‌্যাব জানায়, গতকাল অপর জঙ্গি আস্তানায় নিহত দুইজনেরও পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আব্দুল্লাহ আল বাঙ্গালি ও আকলিমা আক্তার মনি।

বুধবার সকাল থেকে মাধবদী পৌরসভার সাত তলা ওই ভবনের আশপাশের এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়। আগের দিনের মতোই নিলুফা ভিলার ৫০০ গজের মধ্যে জারি করা হয় ১৪৪ ধারা। এলাকাটি ঘনবসতিপূর্ণ বলে আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়।

মঙ্গলবার ভগীরথপুরের ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চলার সময় থেকে পুলিশের আরেকটি দল নিলুফা ভিলার জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে আসছিল।

এর আগে মঙ্গলবার সোয়াটের অভিযান শেষে দুইজনের লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/ওআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :