সাকিব না থাকায় বাড়তি দায়িত্ব নিতে তৈরি মিরাজ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ১৭:৪৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ঠাণ্ডা-জ্বরের কারণে প্রথম দিন দলের অনুশীলনে ছিলেন না মেহেদি হাসান মিরাজ। ঠান্ডা নিয়েই এলেন বুধবার অনুশীলনে। মাঠে এসেই বিশ্বকাপের সোনালী ট্রফি ছুঁয়ে বেশ প্রফুল্ল হয়ে উঠলেন। তবে আনন্দের মাঝে নিজের দায়িত্বের কথাও জানিয়ে গেলেন তিনি। দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের না থাকায় ব্যাটে-বলে অলাউন্ডিংয়ের মূল দায়িত্বটা মিরাজেরই নিতে হবে। আর এই দায়িত্ব নিতে তৈরি ২০ বছর বয়সী এই অলরাউন্ডার।

বুধবার দ্বিতীয় দিনের অনুশীলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মিরাজ। এ সময় সাকিবের অনুপস্থিতিতে মিরাজের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠলে মিরাজ বলেন,‘সাকিব ভাইয়ের না থাকা আমাদের জন্য দুঃখজনক। কিন্তু এটা আমাদের জন্য কোনো চাপ নয়; বরং বাড়তি অনুপ্রেরণার উৎস হতে পারে। যেহেতু সাকিব ভাই নেই, আমার তাই বাড়তি দায়িত্ব থাকবে।’

সাকিব না থাকায় মাহমুদউল্লাহর সঙ্গে মিরাজই এখন দল সেরা অলরাউন্ডার। অবশ্য এমন কথা উঠতেই বেশ লজ্জা পেলেন মিরাজ। নিজেকে এখনো ওই কাতারে ভাবছেনও না। সাকিব দলে থাকলেও যেমন চেষ্টা করতেন এখনো তাই করবেন।

দায়িত্ব প্রসঙ্গে মিরাজ বলেন, ‘দেখুন সাকিব ভাই বিশ্বের সেরা অলরাউন্ডার। সাকিব ভাই দলে থাকলে আমিও চেষ্টা করি অলরাউন্ডার হিসেবে ছোট ছোট ভূমিকা রাখতে। কিন্তু আমার মধ্যে এক নম্বর অলরাউন্ডারের কোনো চিন্তা আসে না। তার সাথে আমার কোনো তুলনা চলে না।’

গত কয়েকদিনে মিরাজ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ পরিবর্তন এনেছেন। ব্যাটিং নিয়ে আলাদা কোনো কাজ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন,‘আসলে আমার কাছে মনে হয় যে আগে আমি যেভাবে চিন্তা করতাম এখন তার চেয়ে একটু বেশি করছি। মানসিক ভাবেও একটু বেশি শক্ত। নিজের বোলিংয়েও ভেরিয়েশন এনেছি। আগে একটা ফেসে বল করতাম, পজিশন ছিল অন্যকম। সেটাও পরিবর্তন এনেছি। আগে ৪৫ ডিগ্রিতে বল করতাম। এখন ৯০ ডিগ্রিতে করি। মিক্সআপ করে করি।’

‘আর ব্যাটিংয়ের বিষয়টি বললে,‘আমার ব্যাটিং নিয়ে সবার সমর্থন আছে। দলের সবাই বলে যে আমার ব্যাটিং ভালো হচ্ছে। মাঝখানেকিছুদিন এলোমেলো হয়েছে। এখন আবার মনোযোগ দিচ্ছি। এখন ব্যাটিং নিয়েও কাজ করছি। হয়তো সামনে দলের জন্য অবদান রাখতে পারবো।’

(ঢাকাটাইমস/১৭ আগস্ট/এইচএ)