বেনাপোলে হাজার বোতল ফেনসিডিলসহ দুই কারবারি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:২৭

বেনাপোলের বড়আঁচড়া সীমান্ত এলাকা থেকে বুধবার সকালে ১ হাজার ২৭০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর হোসেন ও জাহাঙ্গীর আলম নামে দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

জাহাঙ্গীর হোসেন বেনাপোল দৌলতপুর গ্রামের নুর আলী মণ্ডলের ছেলে এবং জাহাঙ্গীর আলম সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেরার শীবনন্দকঠি গ্রামের এনায়েত আলীর ছেলে।

যশোর ৪৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, বড় আচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হয়ে বেনাপোলে আসছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বড়আঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ফেনসিডিলের মূল্য ৬ লাখ ৩৫ হাজার টাকা বলে বিজিবি জানায়।

আটকদের ফেনসিডিলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হযেছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :