দুলুকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতাদের

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৮, ১৮:২৯

টাকার বিনিময়ে পদ দেয়ার অভিযোগে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং নাটোরি বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নাটোরের সিংড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বেলা ১২টার দিকে সিংড়া শহরের গোডাউনপাড়া এলাকায় পৌর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিংড়া উপজেলা, পৌর বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ এবং সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদকে বহিষ্কারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দাউদার মাহমুদকে সিংড়া পৌর বিএনপির সভাপতি করার পর থেকে আওয়ামী লীগের উদ্দেশ্য বাস্তবায়ন করে চলছের। তিনি দলে বিভক্তি সৃষ্টি করছেন। এই অবস্থায় গত ১৮ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের অযুহাত দেখিয়ে দাউদার মাহমুদকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক করা হয়। দুলু বিপুল অংকের টাকার বিনিময়ে দাউদার মাহমুদ এর কাছে পদ বিক্রি করেন।

এরপর থেকেই সিংড়া বিএনপির মূল ধারার নেতা-কর্মীরা দাউদার মাহমুদকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছেন। এর মধ্যে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলনে করেছে মূল ধারার বিএনপির নেতা-কর্মীরা।

নেতা কর্মীদের অভিযোগ, দুলু অগতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক ক্ষমতার অপব্যবহার করে তৃণমূলের মতামতকে উপেক্ষা করছেন।

এরপরও গত ১৬ অক্টোবর দাউদার মাহমুদকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক করে চিঠি দেন দুলু। এতে আরও ক্ষুব্ধ হয় বিএনপির নেতা-কর্মীরা।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ফটিক বলেন, ‘সিংড়া বিএনপির সার্বিক হালচাল তুলে ধরে গত ৫ অক্টোবর ঢাকায় দুলুর সাথে সকল নেতা-কর্মী নিয়ে আমরা মিটিং করি। সেখানে দুলু সিংড়া বিএনপিকে রক্ষার জন্য প্রতিশ্রুতি দেন। কিন্তু দুলু মোটা অংকের টাকার বিনিময়ে দাউদার মাহমুদ এর কাছে উপজেলা বিএনপির পদ বিক্রি করে দেন। তিনি বিএনপিকে রক্ষা করার বদলে নেতা-কর্মীদের ওপর অত্যাচার চালিয়েছেন।

দাউদার মাহমুদকে আর্র্ন্তজাতিক গাড়ি চোর চক্রের সদস্য আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, তার নামে একাধিক গাড়ি চুরির মামলা রয়েছে। আগামী জানুয়ারিতে একটি মামলার রায় হবে।

উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান মন্টু বলেন, ‘বিগত নির্বাচনে দুলু মোটা অংকের টাকার বিনিময়ে মনোনয়ন এবং দলীয় পদ বিক্রি করেছেন। তাতেও তিনি ক্ষান্ত হয়নি। বিগত দিনে, উপজেলা বিএনপির সভাপতি মরহুম আবুল কালাম আজাদ এবং পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র শামীম আল রাজির সাথে, লালপুরে ফজলুর রহমান পটলের সাথে সাবেক মেয়র মঞ্জুরুল আলম বিমলের, গুরুদাসপুরে সাবেক এমপি মোজাম্মেল হকের সাথে সাবেক মেয়র বাবলুর দ্বন্দ্ব করে রেখেছিলেন।’

দুলুকে অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, ‘এ কথা শুনেছি। তবে কেন তারা অবাঞ্ছিত করল, সে বিষয়ে বোধগম্য নয়। স্থানীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে পরে জানাতে পারব।’

টাকার বিনিময়ে দলীয় পদ বিক্রির বিষয়ে আমিনুল হক বলেন, ‘এটা আমার জানা নেই, তবে উচ্চ পর্যায়ের নেতাদের কারণে দাউদারকে দুলু সাধারণ সম্পাদক করেছে।’

দুলু ঢাকাটাইমসকে বলেন, ‘শামিম আল রাজির মৃত্যুর কারণে শূন্য পদে পার্টির হাই কমান্ডের নির্দেশে দাউদার মাহমুদকে সিংড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে। এখানে অন্য কিছু নেই।’

ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :