টাকা-সোনায় মোড়া মূর্তি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১০:৩৪

হিন্দু ধর্মের উৎপত্তি প্রতিবেশি দেশ ভারতে। প্রতিবছর দেশটিতে মহ ধুমধামে পালিত হয় দূর্গাপুজা। এবারো তার ব্যতিক্রম হয়নি। দেশটির বিশাখাপত্তনমের ‘বাসবী শ্রী কন্যাকা পরমেশ্বরী’ নামের মন্দিরের মূর্তি ও তার চারপাশ মোড়া হয়েছে টাকা দিয়ে।

দূর্গাপুজার দশদিনে দশ অবতারে সাজানো হয় মূর্তিকে। নবরাত্রির দিনেই মূর্তিকে মুড়ে দেয়া হয়েছিলো টাকা দিয়ে। মহালক্ষী অবতারকে টাকা আর সোনা দিয়ে সাজানো হয়। মূর্তিটিকে পরানো হয়েছে আট কেজি সোনার গয়না এবং সাড়ে চার কোটি টাকা দিয়ে তাকে মুড়ে দেয়া হয়।

যেসব অবতারে এই মন্দিরে দেবীকে পুজো করা হয় সেগুলি হল: বালত্রীপুরা সুন্দরী দেবী, অন্নপূর্ণা দেবী, ললিতা দেবী, গায়ত্রী দেবী, মহালক্ষী দেবী, গঙ্গা দেবী, গৌরাম্মা দেবী, রাজমাথঙ্গী দেবী, কলকাতা কালী মাতা।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :