ভিদালকে আট লাখ ইউরো জরিমানা

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ১০:৪২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

নাইট ক্লাবে মারামারির ঘটনায় জড়িত থাকার কারণে চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালকে আট লাখ ইউরো জরিমানা করেছেন জার্মানির একটি আদালত। বাংলাদেশি টাকায় যা প্রায় আট কোটি। ঘটনাটি ঘটেছিল প্রায় দুই বছর আগে।

আর্তুরো ভিদাল এখন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে খেলেন। কিন্তু ২০১৭ সালে যখন এই ঘটনাটি ঘটে তখন তিনি জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলতেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি এক ব্যক্তির মাথায় ভোৎকার বোতল দিয়ে আঘাত করেছিলেন।

এই ঘটনা ঘটার সময় ভিদালের ভাই সান্দ্রিনো ও তার শ্বশুর উপস্থিত ছিলেন। তাদের দুজনকেও জরিমানা করা হয়েছে। ভিদালের ভাইকে ২০ হাজার ও তার শ্বশুরকে ৪১ হাজার ইউরো জরিমানা করে আদালত।

(ঢাকাটাইমস/১৮ অক্টোবর/এসইউএল)