টানেলের মধ্যে রেল স্টেশন বানাচ্ছে ভারত

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৮, ১১:২৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতে প্রথমবার টানেলের মধ্যে রেল স্টেশন বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। ৩০০০ মিটার উচ্চতায় তৈরি হবে সেই স্টেশন। ভারত-চিন সীমান্তের কাছে বিলাসপুর-মানালি-লে লাইনে এই স্টেশন তৈরি করা হচ্ছে। টানেলের মধ্যে মেট্রো স্টেশন তৈরি হলেও রেলের ক্ষেত্রে এটি প্রথম।

ভারত-তিব্বতের সীমান্ত থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে হিমাচল প্রদেশে হতে যাওয়া এই স্টেশনের নাম কিলং।

ভারতের উত্তর রেলওয়ের প্রধান প্রকৌশলী ডিআর গুপ্তা বলেন, দেশের মধ্যে এরকম একটি স্টেশন এই প্রথমবার তৈরি হবে। ইতিমধ্যেই ফাইনাল সার্ভে সম্পূর্ণ হয়েছে। এই রুটে এই ধরনের আরও একাধিক স্টেশন তৈরি হতে পারে বলে জানিয়েছেন তিনি।

হিমাচল প্রদেশ ও কাশ্মীরের মাঝে এই রেল লাইন কিলং, দারচা, উপসি, মানালি, মান্ডি, কারুসহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গাকে সংযুক্ত করবে। রেললাইনের মাঝে থাকছে ৭৪টি টানেল, ১২৪টি ব্রিজ, ৩৯৬টি ছোট ব্রিজ।

ঢাকাটাইমস/১৮অক্টোবর/একে