আইয়ুব বাচ্চুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৫:৫২ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১২:৪৮
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী (ফাইল ছবি)

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বল এই নক্ষত্র বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক শোকবাণীতে আইয়ুব বাচ্চুর রুহের মাগফেরাত কামনা করেন। তারা তাদের বাণীতে দেশের সংগীতশিল্পকে এগিয়ে নিতে আইয়ুব বাচ্চুর অবদানের কথা স্মরণ করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আইয়ুব বাচ্চুর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

এছাড়া আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিশিষ্টজনেরা।

এদিকে আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের সংগীতাঙ্গনে। তার আকস্মিক মৃত্যুর খবরে সহকর্মীরা মুষড়ে পড়েছেন। তার ভক্ত-অনুরাগীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না হঠাৎ এই চলে যাওয়াকে। মৃত্যুর খবর পেয়ে অনেকেই ছুটে আসেন স্কয়ার হাসপাতালে।

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নেমে এসেছে শোকের ছায়া। অনেকে আইয়ুব বাচ্চুর ছবি দিয়ে তাদের প্রোফাইলের ছবি পাল্টিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে অনেক তার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছেন।

আইয়ুব বাচ্চুর নামাজে জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার চট্টগ্রামে তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় আইয়ুব বাচ্চুর। সকাল ৯টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আইয়ুব বাচ্চুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ঈদযাত্রায় সড়কে লক্কর ঝক্কর যানবাহন ঠেকাতে কঠোর থাকবে হাইওয়ে পুলিশ

বঙ্গবন্ধু লেখক জোটের কমিটি: তামিজী প্রেসিডেন্ট, শিহাব সেক্রেটারি

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে সেই পরিবহন বন্ধ করে দেওয়া হবে: রাঙ্গা

তিন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ, আট বিভাগে বৃষ্টির আভাস

চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় বিএনপির নিন্দা 

কারওয়ান বাজারের কাঁচাবাজার ব্যবসায়ীদের গাবতলিতে স্থানান্তর করা হবে

বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে: মজনু

বোনের পর চলে গেল শিশু তাওহিদও, মৃতের সংখ্যা বেড়ে ১১

রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

এই বিভাগের সব খবর

শিরোনাম :