ফুলদানিতে রেখে ইয়াবা বিক্রি, দম্পতি গ্রেপ্তার

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ১৩:০১ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৮, ১২:৫২

রাজশাহী নগরীর একটি ফ্ল্যাটে ফুলদানিতে রেখে ইয়াবা কারবারি করে আসছিলেন এক দম্পতি। এভাবে ট্রাকের হেলপার থেকে হয়েছেন কোটিপতি। চারটি ট্রাকও রয়েছে তাদের। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় ফ্ল্যাটের ফুলদানির ভেতরে রাখা ৮৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার এ দম্পতি হলেন, রাসেল (৩৮) ও তার স্ত্রী মরিয়ম বেগম (৩০)।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়। গ্রেপ্তার এ দম্পতি নগরীর উপশহরের ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৭৭ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক বিক্রি করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নগর ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি) আবু আহমেদ আল মামুন জানান, রাসেলের গ্রামের বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার তালতলা গ্রামে। তার বাবার নাম লুৎফর রহমান। আর তার স্ত্রী মরিয়ম গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার এরফান আলীর মেয়ে।

মামুন জানান, রাসেল একজন কুখ্যাত মাদক কারবারি। ট্রাকের সামান্য হেলপার থেকে তিনি কোটিপতি হয়েছেন। এখন চারটি ট্রাকও আছে তার। এর আগে তিনি টাঙ্গাইলে ইয়াবাসহ ধরা পড়েছিলেন। জামিনে জেল থেকে বেরিয়ে তিনি উপশহরের বিলাসবহুল এই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে ইয়াবা কারবার করে আসছিলেন।

ফ্ল্যাটে ইয়াবা থাকার খবর নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ফুলদানির ভেতর মেলে ইয়াবা। পরে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/আরআর/ওআর)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গ্রেপ্তার, বিপুল কনটেন্ট জব্দ

এফডিসিতে সাংবাদিকদের উপর হামলা: ১১ সদস্যের তদন্ত কমিটি

স্ত্রীসহ নিজেকে নির্দোষ দাবি করে ডিবিতে যা বলেছেন কারিগরি বোর্ডের চেয়ারম্যান

শেরপুরের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

খেলনার প্যাকেটে আমেরিকা থেকে এসেছে কোটি টাকার গাঁজার চকলেট-কেক

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :